যোগী রাজ্যে পাল্টা আঘাত বিজেপির, SP-কংগ্রেসের বিধায়করা যোগ দিলেন গেরুয়া শিবিরে

বাংলাহান্ট ডেস্কঃ বড় ধাক্কা খেল এসপি এবং কংগ্রেস। বিজেপিতে (bjp) যোগ দিলেন এসপি এবং কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার বেহাত থেকে কংগ্রেস বিধায়ক নরেশ সাইনি, সিরসাগঞ্জের সমাজবাদী পার্টির বিধায়ক হরিওম যাদব এবং প্রাক্তন এসপি বিধায়ক ধর্মপাল যাদব বিজেপিতে যোগ দিয়ে, গেরুয়া শিবিরের হাত আরও বেশি শক্ত করল।

দলবদল করা এই বিধায়কদের পদ্মশিবিরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইউপি বিজেপি সভাপতি স্বাধীন দেব সিং সহ, উভয় উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মাও।

bkbbvb

এই সময় হরি ওম যাদব বলেন, স্বামী মৌর্য প্রসাদ হলেন একটি উড়িয়ে দেওয়া কার্তুজ আর উত্তর প্রদেশে বিজেপি সরকারই গঠন করবে। বিনা শর্তেই বিজেপিতে যোগ দিয়ে দলকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। রাম গোপাল যাদবের মতো মানুষদের কারণে এসপি এখন শেষের পথে।

বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস বিধায়ক নরেশ সাইনি বলেন, ‘বিজেপির নীতিতে প্রভাবিত হয়েই বিজেপির হাত ধরেছি, গেরুয়া শিবিরে যোগ দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখেই অনুপ্রাণিত হয়েই এই দলে যোগ দিয়েছি। আমার এসপিতে যাওয়ার গুঞ্জন উঠলেও, এবার তা ভেঙে দিলাম’।

সামনেই রয়েছে উত্তরপ্রদেশে নির্বাচন। আর এই নির্বাচনের পূর্বে এসপি এবং কংগ্রেস বিধায়কদের বিজেপিতে যোগদান যেন খানিকটা অক্সিজেনের মত কাজ করল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Smita Hari

সম্পর্কিত খবর