বাংলা হান্ট ডেস্ক : নবীন থেকে প্রবীণ টাকা-পয়সা লেনদেনের জন্য এই মুহূর্তে ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় ইউপিআই (UPI) পেমেন্ট। যার মাধ্যমে এখন নিমেষের মধ্যেই টাকা-পয়সার লেনদেন করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অন্যতম সফল পদক্ষেপ ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই (UPI)।
UPI দিয়ে গণেশ কিনলেন স্পেনের প্রেসিডেন্ট
দেশের গন্ডি ছাড়িয়ে এখন দেশ-বিদেশের আন্তর্জাতিক সংস্থার নেতাদের মুখে মুখেও শোনা যাচ্ছে এই ইউপিআই (UPI) পেমেন্টের ভূয়সী প্রশংসা। একই সুর নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক পল রোমারেরও। সম্প্রতি এই ইউপিআই প্রসঙ্গে তিনি বলেছিলেন ভারত সর্বসাধারণের সুবিধার্থে যেভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়েছে তা বিশ্বের আর কোন দেশ এমনকি আমেরিকাও করে দেখাতে পারেনি।
দীপাবলি উপলক্ষে সারাদেশ জুড়ে এখন উৎসবের মেজাজ। দেশের প্রতিটি প্রান্ত সেজে উঠেছে এই আলোর উৎসবে। এমন সময় ভারতবর্ষে তিন দিনের সফরে এসেছিলেন স্পেনের প্রেসিডেন্ট,পেদ্রো স্যাঞ্চেজ। বুধবারেই রওনা দেবেন তিনি। ভারতের যুগান্তকারী ইউপিআই পেমেন্টকে কাজে লাগিয়েই মঙ্গলবার মুম্বাই থেকে একটি গণেশ মূর্তি কিনেছেন স্পেনের প্রেসিডেন্ট।
আরও পড়ুন : মাথার ওপর পাকা ছাদ তৈরী করে দেবে রাজ্য সরকার! বাংলার আবাস যোজনায় কারা পাবেন টাকা
যদিও প্রথমবার ইউপিআই ব্যবহার করায় তিনি নিজে পেমেন্ট করতে পারেননি। এই লেনদেন সম্পন্ন করতে তাঁকে সাহায্য করেছিলেন এক ভারতীয় প্রতিনিধি। তার আগেই সোমবার স্ত্রী বেগোনা গোমেজকে নিয়ে মুম্বাইতে দীপাবলি উদযাপন করতে মেতে উঠেছিলেন স্পেনীয় প্রেসিডেন্ট। এদিন দীপাবলি সেলিব্রেশনে তাদেরকে কখনও দেখা প্রদীপ জ্বালাতে আবার কখনও দেখা গেল তারাবাতি কিংবা ফুলঝুড়ির মত বাজি পোড়াতে।
Spanish PM Sanchez & his wife at Mumbai Diwali 🪔 celebrations yesterday https://t.co/Uz7E9d5SyW pic.twitter.com/gIMLokiHsi
— Sidhant Sibal (@sidhant) October 28, 2024
এছাড়াও এদিন লাড্ডু সহ বিভিন্ন সুস্বাদু ভারতীয় মিষ্টির উপভোগ করেছেন তাঁরা। প্রসঙ্গতই দীপাবলি সেলিব্রেশন এর আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ভারতে সি-২৯৫ সামরিক বিমান তৈরির জন্য, ‘টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড-এয়ারবাস’ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট স্যাঞ্চেজ। এই কেন্দ্রটি গুজরাটের ভদোদরায় তৈরি হয়েছে।