নিয়ম ভঙ্গের অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড ৬ BJP বিধায়ক, শুভেন্দু বললেন, ‘দুঃখ নেই, আমি গর্বিত’

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি ঘটনার রেশ! বিধানসভায় বিজেপির (BJP) লাগাতার প্রতিবাদ, আর তার জেরেই বিরোধী দলনেতা-সহ ছ’জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড (suspends 6 BJP MLAs) করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। সাসপেন্ড হওয়া ছয় বিজেপি বিধায়কেরা হলেন— শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল, মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষ। বিধানসভার নিয়ম ভঙ্গের অভিযোগে চলতি বছরের রাজ্য বাজেট অধিবেশনে আর এক দিনও অংশ নিতে পারবেন না তারা।

সোমবার বাজেট অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ‘সন্দেশখালি সঙ্গে আছি’ লেখা টিশার্ট গায়ে দিয়ে বিধানসভার বাজেট অধিবেশনে ঢোকেন বিজেপি বিধায়কেরা। স্পিকার গেরুয়া বিধায়কদের পোশাক দেখে তা নিয়ে আপত্তি জানান। তাদের ওই টিশার্ট খোলার কথা বললেও তারা শোনেন নি। উল্টে বিক্ষোভ শুরু করেন শুভেন্দুরা।

কক্ষের মধ্যেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, “বাইরে গিয়ে যা খুশি তাই করুন আপনারা।” এরপরই স্লোগান, হুইসেল দিতে দিতে বিধানসভা থেকে ওয়াকআউট করেন শুভেন্দুরা। বাইরে গিয়েও চলতে থাকে বিক্ষোভ।

ঘটনার প্রেক্ষিতে বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ বিজেপির পুরো পরিষদীয় দলকে সাসপেন্ড করার প্রস্তাব দেন। পরে সেই প্রস্তাব সংশোধন করে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৬ জন বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব দেন। এরপর শুভেন্দু সহ ওই ছ’জনকে সাসপেন্ড করেন স্পিকার।

protest v

আরও পড়ুন: রাজ্যপালকে সন্দেশখালি যেতে বাধা! পথ আটকে ১০০ দিনের টাকার দাবি মহিলাদের

বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলে আমরা সাসপেন্ড হয়েছি। সন্দেশখালির মা-বোনেদের সম্মান বাঁচাতে যদি এ ভাবে সাসপেন্ড করা হয়, তা হলে ভয় করব না, লড়াই করে যাব। আমদের যত সাসপেন্ড করবে আমরা তত এগোবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে। আমাদের কোনও দুঃখ নেই। বরং সাসপেন্ড হয়ে আমি গর্বিত।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর