Banglahunt World Exclusive: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার দিন কলকাতার আকাশে হাজির মোদীর বিমান! তারপরে যা হল…

Published on:

Published on:

Special aircraft in Kolkata skies on day Sheikh Hasina's death sentence announced.
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার অর্থাৎ ১৭ নভেম্বর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হয়। এদিকে, ওই দিন এই রায়ের সামনে আসার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের যখন চরম উত্তেজনা পরিলক্ষিত হয় ঠিক সেই আবহেই দিল্লি থেকে উড়ে আসা একটি বিশেষ বিমানের গতিবিধি বর্তমানে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

শেখ হাসিনার (Sheikh Hasina) ফাঁসির সাজার দিনে কলকাতার আকাশের আশেপাশে বিশেষ বিমান:

বাংলা হান্ট-এর কাছে আসা তথ্য অনুযায়ী, শেখ হাসিনার ফাঁসির সাজার দিন দিল্লি থেকে একটি সরকারি অনুমোদিত বিশেষ বিমান আকাশে ওড়ে। যেটি পৌঁছে যায় কলকাতা বিমানবন্দরের আশেপাশে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, যে বিমানটিকে (ফ্লাইট নাম্বার k 7067) ঘিরে আলোচনা শুরু হয়েছে সেই ধরণের বিমান সাধারণত দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি বা কোনও রাষ্ট্রপ্রধানের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়।

আরও জানা গিয়েছে যে, ওই বিশেষ বিমানটি সোমবার দিল্লি থেকে ওড়ার পর কলকাতার আকাশে প্রবেশ করে দু’বার ল্যান্ডিংয়ের চেষ্টা করলেও রানওয়েতে নামেনি। বরং দু’বার আকাশে চক্কর কেটে ওই বিমানটি উড়ে যায় বেঙ্গালুরু এয়ার বেসের উদ্দেশ্যে। মাত্র ৩৪ থেকে ৩৯ মিনিটের মধ্যেই সামগ্রিক সফর সম্পন্ন করে ওই বিমান। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে ওই বিশেষ দিনে কেন প্রধানমন্ত্রীর যাতায়াতের বিমান উপস্থিত হল কলকাতার বিমানবন্দরের আশেপাশে। এমনিতেই, ওই দিন প্রধানমন্ত্রী মোদীর বঙ্গ সফরের কোনও সূচি ছিল না। তা সত্ত্বেও, বিমানটি কেন আকস্মিকভাবে এসে উপস্থিত হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ফের চমক BSNL-এর! আনলিমিটেড কলিং সহ ১০০ জিবি ডেটার দুর্ধর্ষ প্ল্যান মিলছে মাত্র এত টাকায়

অনেকেই মনে করছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার উত্তাল মুহূর্তে এই বিমানের আগমন হয়ত নিরাপত্তাজনিত প্রস্তুতির অংশ ছিল। যদিও, ভারতীয় সূত্রের একটি অংশ বলছে, সেটি হয়তো একটি নিয়মিত ডেমো ফ্লাইটও হতে পারে। কিন্তু রায় ঘোষণার আবহেই ওই বিমানের উপস্থিতি এবং কলকাতা বিমানবন্দরের আশেপাশের চক্কর কেটে ফের ফিরে যাওয়ার ঘটনায় জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! ডিসেম্বরেই মিলবে বড় স্বস্তি? দুর্দান্ত সুখবর শোনাতে পারে RBI

জানিয়ে রাখি, বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির সাজার রায় ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন সূত্রে খবর মিলেছে যে, শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন। যদিও, এই বিষয়ে ভারত সরকার অফিসিয়ালি কিছু জানায়নি। তবে, এই আবহে দিল্লি-কলকাতা আকাশপথে এই বিশেষ বিমানের ‘অস্বাভাবিক গতিবিধি’ সামগ্রিক বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। উল্লেখ্য যে, ওইদিন উল্লিখিত বিমানটিতে কে ছিলেন সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য জানা যায়নি। এছাড়াও, ঠিক কোন উদ্দেশ্যে বিমানটি কলকাতার আশেপাশে ঘুরছিল তা নিয়েও সঠিক তথ্য মেলেনি।