সেপ্টেম্বরেও বৃষ্টির চোখরাঙানি, দুর্যোগ যাতে ভেস্তে দিতে না পারে উচ্চমাধ্যমিক, বিশেষ উদ্যোগ কাউন্সিলের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সেপ্টেম্বরের শুরুতেই থাকছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) সেমিস্টার। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেমেস্টারের রুটিন। কিন্তু কাউন্সিলের চিন্তা বাড়িয়ে তুলেছে বৃষ্টি। এবারের অতিরিক্ত বৃষ্টির পরিস্থিতি সেপ্টেম্বরেও যে পরীক্ষায় (Higher Secondary Exam) ব্যাঘাত ঘটাতে পারে, তেমনটাই আশঙ্কা করছে কাউন্সিল। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য এবার বড় উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বৃষ্টির কথা মাথায় রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) ব্যবস্থা

বৃষ্টি পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার পরীক্ষা (Higher Secondary Exam) ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এমন কেন্দ্র বেছে নেওয়া হয়েছে যেখানে বৃষ্টি হলেও জল জমার সমস্যা থাকছে না। তবে যদি কোনও কারণে জল জমেও সেক্ষেত্রে দ্রুত যাতে বিকল্প পরীক্ষা (Higher Secondary Exam) কেন্দ্রে স্থানান্তরিত করা যায় সেই ব্যবস্থাও রাখা হচ্ছে।

Special arrangements for higher secondary exam in rainy season

কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে: ইতিমধ্যেই বিকল্প পরীক্ষা কেন্দ্র বেছে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। যদি কোনও জায়গা অতিরিক্ত বৃষ্টির জেরে প্লাবিত হয়ে যায়, তবে দ্রুত সেখানকার মানুষদের সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে যদি কোনও পরীক্ষার্থী থাকে তবে সে যাতে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিনেই পরীক্ষা (Higher Secondary Exam) দিতে পারে তার জন্য ত্রাণ শিবিরেই ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন : ‘লোককে গল্প বানাতে দাও…’, বিচ্ছেদের জল্পনার মাঝে বিষ্ফোরক নুসরত

নির্দেশ দিয়ে রেখেছে কাউন্সিল: পরীক্ষা (Higher Secondary Exam) চলাকালীন কেন্দ্র গুলিতে যাতে বিদ্যুতের সমস্যা না হয় তার জন্য আগে থেকেই বিশেষ ব্যবস্থা করে রাখার নির্দেশ দিয়েছে কাউন্সিল। রাখতে বলা হয়েছে বিকল্প ব্যবস্থা। পাশাপাশি বৃষ্টির কথা মাথায় রেখে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের জন্য ব্যবহৃত ওএমআর শিটগুলিকেও পলিথিনের প্যাকেটে মুড়ে রাখা হচ্ছে।

আরও পড়ুন : বড়সড় রদবদল, সারেগামাপা থেকে বাদ ইমন! কারা থাকছেন এবার বিচারকের আসনে?

প্রসঙ্গত, এবছরের উচ্চ মাধ্যমিকের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু করে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা (Higher Secondary Exam) চলবে আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত।