এক বাসেই কলকাতা থেকে ভুটান! নামমাত্র ভাড়ায় আরামদায়ক সফর, জেনে নিন রুট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শীতের আমেজ পড়তেই ভ্রমণপ্রিয় বাঙালির মন উচাটন হয়ে ওঠে। বছর শেষে বিভিন্ন পর্যটন স্থলে ঘুরতে যাওয়ার হিড়িক পড়ে। এবার পর্যটন মরশুম শুরু হওয়ার আগেই এল এক দারুণ খবর। কলকাতা (Kolkata) থেকে ভুটান যাওয়া এবার হয়ে উঠছে আরও সহজ। ট্রেনের টিকিটের আশায় আর বসে থাকার প্রয়োজনই নেই। এক বাসেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যস্থলে।

ডুয়ার্সের জন্য কলকাতা (Kolkata) থেকে বাস পরিষেবা

পর্যটকদের প্রিয় গন্তব্যস্থলগুলির মধ্যে অন্যতম ডুয়ার্স। এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্যটকদের জন্য নানান আকর্ষণ। তাই ডুয়ার্সেও ভিড় লেগেই থাকে। তবে এবার আর ট্রেনের টিকিট পাওয়া না পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। কারণ জয়গাঁ থেকে কলকাতা (Kolkata) পর্যন্ত এবার চালু হয়ে গেল এসি ভলভো বাস পরিষেবা।

Special bus service started from Kolkata to bhutan border

কখন কোন স্টপেজে পৌঁছাবে বাস: ডুয়ার্সের মধ্যে দিয়েই কলকাতা (Kolkata) এবং জয়গাঁকে জুড়বে এই বাস পরিষেবা। জয়গাঁ থেকে বিকেল চারটে নাগাদ রওনা হবে বাসটি। জলদাপাড়ায় পৌঁছাবে বিকেল সাড়ে চারটে, বীরপাড়া বাইপাস ৪ টে ৫০ এ, নাগরাকাটা ৫ টা ৩০ এ, চালসা ৫ টা ৫০, লাটাগুড়ি সাড়ে ৬ টা, ময়নাগুড়ি ৬ টা ৫০ এ পৌঁছাবে বাসটি। তারপর শিলিগুড়ি বাইপাস নৌকাঘাট হয়ে সোজা কলকাতার (Kolkata) উদ্দেশে রওনা দেবে বাসটি।

আরও পড়ুন : গান থেকে সটান রাজনীতিতে! ভোটে দাঁড়াচ্ছেন ইমন? ২৬-এর আগে জল্পনা বাড়ালেন ‘প্রাক্তন’ শিল্পী

পর্যটনে আসবে জোয়ার: ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ থেকে চালু হওয়া এই বাস পরিষেবা ডুয়ার্স পর্যটনে জোয়ার আনবে বলেই মনে করা হচ্ছে। আগামীতে পর্যটকদের সুবিধার্থে আরও কিছু স্টপেজ যোগ করা হতে পারে বলেও জানা যাচ্ছে। আগে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন থেকে গাড়ি ভাড়া করে অতিরিক্ত টাকা দিয়ে যারা ডুয়ার্সে ঘুরতে আসতেন তাদের এবার সাশ্রয় হবে বলেই আশা করা যাচ্ছে।

আরও পড়ুন : হল না শেষরক্ষা, চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে ৮৯-এ প্রয়াত ধর্মেন্দ্র

নৌকাঘাট মোড়ে এলেই ধরা যাবে এই বাস। স্লিপার সুবিধা যুক্ত এই বাসে থাকছে বায়ো টয়লেটের ব্যবস্থা। সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত বাসটিতে জয়গাঁ থেকে কলকাতা (Kolkata) পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে ২০০০ টাকা। বাসেই থাকছে খাওয়াদাওয়ার ব্যবস্থা। ৫ বছরের নীচে শিশুদের জন্য লাগবে না টিকিটের ভাড়াও। অনলাইনেই মিলবে এই বাসের টিকিট। পর্যটন বিশেষজ্ঞদের মতে, এই বাস পরিষেবা চালু হওয়ায় ডুয়ার্সে পর্যটনের ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাবে। ভুটানে যেমন পর্যটকরা আসবেন, তেমনই ডুয়ার্সেও পর্যটকদের ভিড় জমবে বলেই আশাবাদী তাঁরা।