যাত্রীদের বিশেষ ফিলিং দিতে উদ্যোগী মেট্রো! গঙ্গার তলার কামরায় স্পেশাল এফেক্টের চিন্তাভাবনা

বাংলাহান্ট ডেস্ক : ইস্ট ওয়েস্ট মেট্রো রুটকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। গোটা দেশে প্রথমবারের মতো গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে এই রুটে। মেট্রোর (Kolkata Metro) এই রুট এক করে দেবে কলকাতা ও হাওড়া শহরকে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া এবং মহাকরণ স্টেশনের মাঝের ৫২০ মিটার অংশ গঙ্গার তলা দিয়ে যাবে।

যে সময় মেট্রো গঙ্গার তলার এই ৫২০ মিটার অংশ পার করবে সেই সময় যাত্রীরা তা কীভাবে বুঝবেন সেই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) প্রযুক্তিবিদদের কথায় গঙ্গার তলায় কখন মেট্রো প্রবেশ করছে এবং তা বেরিয়ে আসছে তা সাধারণভাবে যাত্রীদের বোঝা সম্ভব নয়। তাহলে উপায়?

বিস্তর জল্পনা কল্পনার মধ্যে একটি খবর উঠে আসছে যখন গঙ্গার তলায় মেট্রো প্রবেশ করবে তখন স্পেশাল এফেক্ট দেওয়া হতে পারে মেট্রোর কামরাগুলিতে। যদি কল্পনা বাস্তব রূপান্তরিত হয়, তাহলে যে সময় মেট্রো গঙ্গার সুরঙ্গে প্রবেশ করবে তখন হঠাৎ বদলে যেতে পারে কামরার রং। মেট্রো কামরাগুলি হঠাৎ রূপান্তরিত হতে পারে জলের নীলচে আভার রঙে। এর সাথে শুরু হবে জলের সাউন্ড এফেক্ট।

তবে মেট্রো অধিকর্তারা এইসবের আগে প্রথম গুরুত্ব দিতে চাইছেন সুরক্ষা ব্যবস্থাকে। আপাতত গঙ্গার টানেলের দুই প্রান্তে রয়েছে সাইনবোর্ড। সেই সাইনবোর্ড দেখেই যাত্রীরা বুঝতে পারবেন কখন মেট্রো গঙ্গার তলায় প্রবেশ করছে এবং বেরিয়ে আসছে। তবে শুধুমাত্র সাইনবোর্ড বসিয়েই শেষ পর্যন্ত মেট্রো কর্তারা ক্ষান্ত থাকবেন কিনা সেটাই দেখার।

IMG 20210618 181510

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মেট্রোর যাত্রীদের মনোরঞ্জনের জন্য ভিসুয়াল এফেক্টসের কিছু আনা হতে পারে। কিন্তু মেট্রো কর্তারা এখন গুরুত্ব দিচ্ছেন মজবুত পরিকাঠামোয়। রেল বোর্ডের তরফ থেকে নির্দেশ এসেছে যাতে সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত থাকে সিগন্যাল, ট্র্যাক এবং স্টেশন বিল্ডিং। যদিও প্রযুক্তিবিদরা আশ্বাস দিয়ে জানিয়েছেন ইস্ট ওয়েস্ট মেট্রোর সুরঙ্গ পথ অত্যন্ত নিরাপদ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর