বাংলাহান্ট ডেস্ক : বঙ্গ নারীর অঙ্গে চুল (Hair) অত্যন্ত অপরিহার্য একটি অংশ। কেশবতী নারীকে নিয়ে সমাজে উন্মাদনাও কম নয়। সবারই স্বপ্ন থাকে যে তার মাথা ভর্তি থাকবে ঘন কালো চুলে। নিজের চুলকে আরো ঘন ও কালো করে তুলতে আমরা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি। চুলকে আরো সুন্দর করে তুলতে কেউ কেউ দামি শ্যাম্পু, তেল ব্যবহার করতেও পিছ পা হননা।
সুপার অয়েল কাকিমা তেল (Kakimar Oil) :
তবে সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হচ্ছে সুপার অয়েল (Super oil)। এই তেল ব্যবহার করলে আপনার মাথার চুল হয়ে উঠবে আরো ঘন ও কালো। সব থেকে বড় কথা এই তেল ব্যবহারে নেই কোনও পার্শ্ব প্রতিক্রিয়া। কাকিমা তেল নামক এই ভেষজ তেল ইতিমধ্যেই সবার মধ্যে সৃষ্টি করেছে উন্মাদনার।
আরোও পড়ুন : কলকাতা থেকে মাত্র কিছুক্ষণ! পৌঁছে যান বাংলার ‘আরাকু ভ্যালি’, সেজে উঠছে নতুন সাজে
কাকিমা তেলের গুণাগুণ :
এই তেল ব্যবহার করলে মুক্তি পাওয়া যাচ্ছে চুল ওঠা থেকে। অন্যদিকে এই তেল ব্যবহারে চুল হয়ে উঠছে আরো ঘন ও শক্তিশালী। প্রাকৃতিক জরিবুটি দিয়ে তৈরি এই তেল দিনের দুবার ব্যবহার করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেল ব্যবহার করলে সব থেকে বেশি ভালো ফল পাওয়া যাবে।
বিশেষ তেলের সৃষ্টি (Kakimar Oil Preparation):
রুপালি দাস নামক এক মহিলা উদ্যোগপতির মস্তিষ্কপ্রসূত কাকিমা তেল ও শ্যাম্পু। সবার কাছে রুপালি দেবী কাকিমা নামেই পরিচিত। রুপালি দেবী নিজের হাতে তৈরি করেন এই তেল। কিন্তু কীভাবে শুরু হল কাকিমা তেলের পথ চলা? রূপালি দেবী জানিয়েছেন, লক ডাউনের সময় পথ চলা শুরু করে তার এই উদ্যোগ। মূলত ছেলের উৎসাহেই তিনি তৈরি করতে শুরু করেন কাকিমা তেল ও শ্যাম্পু।
আরোও পড়ুন : ফাইনাল হারের পর আবার খারাপ সংবাদ ভারতের জন্য, বাংলাদেশ এগিয়ে গেল পয়েন্টস টেবিলে! চাপে রোহিতরা
রূপালি দেবীর ছেলের বক্তব্য :
রূপালি দেবীর (Rupali Devi) ছেলে জানিয়েছেন, সম্পূর্ণ খাঁটি প্রাকৃতিক উপাদান দিয়ে তারা প্রস্তুত করেন এই তেল ও শ্যাম্পু। বর্তমানে গোটা ভারতবর্ষেই এই তেল ও শ্যাম্পু বিস্তার লাভ করেছে। ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে দেশের কোনও প্রান্ত থেকে কেনা যায় তাদের প্রোডাক্ট। রূপালি দেবীর ছেলের কথায়, ভার্জিন কোকোনাট অয়েল, কোল্ড প্রেস্ট মাস্টার্ড অয়েল ও বিভিন্ন ধরনের ভেষজ গাছের মাধ্যমে তৈরি করা হয় এই তেল।
কিভাবে কিনবেন এই তেল ?
যদি আপনারাও চান প্রাকৃতিকভাবে নিজের চুলকে আরো মজবুত ও শক্তিশালী করে তুলতে, তাহলে আজ থেকেই ব্যবহার করতে শুরু করুন কাকিমা তেল। যদি আপনি এই তেলটি কিনতে চান তাহলে এখানে ক্লিক করুন – Order Now
আপনি যদি আজই অর্ডার করেন তাহলে ৫০ % ডিস্কাউন্ট পেতে ব্যবহার করুন কুপন কোড BH50 । রূপালি দেবী জানিয়েছেন, অনলাইন মাধ্যম ছাড়াও আপনারা Whatsapp বা ফোনে অর্ডার করতে পারেন তাদের প্রোডাক্ট। কাকিমা তেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা ভিজিট করতে পারেন www.kakimar.com ওয়েবসাইটে। সংস্থার সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে ডায়াল করতে পারেন 6290018451 নম্বরে।