নামমাত্র খরচে ভ্রমণ, খাবার সঙ্গে বিনোদন, জানত থেকেই বিশেষ জয়রাইড শুরু টয়ট্রেনে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গ পর্যটনে আসতে চলেছে নতুন জোয়ার। পর্যটকদের প্রিয় টয়ট্রেন (Toy Train) পরিষেবায় জুড়ছে নতুন চমক। শতবর্ষ পেরোনো দার্জিলিং হিমালয়ান রেলের টয়ট্রেন এবার বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এক বিশেষ জয়রাইড চালু করছে। নতুন বছর থেকেই চালু হয়ে যাচ্ছে ‘জঙ্গল সাফারি’ নামে এই জয়রাইড।

শিলিগুড়ি থেকে টয়ট্রেনে (Toy Train) বিশেষ পরিষেবা

জানা যাচ্ছে, শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া পর্যন্ত যাবে এই ট্রেন। তারপর আবার ফিরবে জংশনে। রুট একই থাকছে, তবে পরিষেবায় আসছে বড় বদল। জঙ্গল সাফারি ট্রেনে থাকছে তিনটি কামরা। এর মধ্যে বেসরকারি সংস্থার হাতে থাকছে দুটি কামরা। এগুলি তৈরি হচ্ছে পিপিপি মডেলে। অন্য কামরাটি থাকছে রেলের অধীনে।

Special joyride in toy train from siliguri

কী কী থাকবে প্যাকেজে: বেসরকারি সংস্থার অধীনে যে কামরা দুটি থাকছে তাতে প্যাকেজের অংশ হিসেবে প্রাতরাশ, মধ্যাহ্নভোজ এবং জলখাবারের ব্যবস্থা থাকবে যাত্রীদের জন্য। এছাড়াও বিনোদনের জন্য স্থানীয় নেপালি ফোক ডান্স, স্যামির গেমস থেকে তিনধারিয়া স্মৃতিবন পার্ক ভ্রমণের ব্যবস্থা থাকছে। এই কামরা দুটির ক্ষেত্রে মাথাপিছু ভাড়া ২১৯৯ টাকা।

আরও পড়ুন : ‘কত দশক ধরে সিনেমা করছে, ৩ বারের এমপি’, দেবের SIR সমন নিয়ে ক্ষোভ মমতার

কত টাকা ভাড়া: তবে সরাসরি রেলের অধীনস্থ কামরায় (Toy Train) শুধুমাত্র ভ্রমণের সুযোগ থাকবে। এক্ষেত্রে সিঙ্গল ট্রিপ ভাড়া থাকবে ৫০০ টাকা এবং রাউন্ড ট্রিপ ১০০০ টাকা। জানা যাচ্ছে, বেসরকারি সংস্থা কামরা দুটির সব আসনের ভাড়া আগে থেকেই রেলকে দিয়ে দেবে। এতে আর্থিক দিক থেকে লাভ হবে বলেই মনে করছে রেল।

আরও পড়ুন : রুশ তেল নিয়ে আমেরিকার হুমকি! ৫০০ শতাংশ শুল্কের প্রসঙ্গ উঠতেই কড়া বার্তা ভারতের

আগামী ১১ জানুয়ারি থেকেই চালু হয়ে যাচ্ছে এই পরিষেবা। প্রতি শনি এবং রবিবার করে হবে জয়রাইড। বেসরকারি সংস্থার ওয়েবসাইট এবং আইআরসিটিসির মাধ্যমেও টিকিট কাটা যাবে বলে জানিয়েছে রেল।