বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহান্তের বড় আপডেট কলকাতা মেট্রোর (Kolkata Metro) ক্ষেত্রে। আরও বাড়ছে মেট্রোর সংখ্যা। পার্পল লাইন অর্থাৎ জোকা মাঝেরহাট রুটে এবার থেকে শনিবারও মিলবে পরিষেবা। পাশাপাশি হাওড়া থেকে সেক্টর ফাইভ রুটে এবার থেকে শনিবার করে পাওয়া যাবে অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা।
শনিবার করেও মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্ত
এ বিষয়ে মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ নভেম্বর থেকে গ্রিন লাইন এবং পার্পল লাইনে চালু হয়ে যাচ্ছে এই পরিষেবা। জোকা এবং মাঝেরহাট স্টেশনের মাঝে প্রতি শনিবার করে আপ ও ডাউন লাইনে ২০ টি করে মেট্রো (Kolkata Metro) চলবে। ২১ মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো। আগে শনিবারে গ্রিন লাইনে চলত ১৮৬ টি মেট্রো। তবে আজ থেকে ১০১ জোড়া মেট্রো চালানো হবে এই রুটে।

কখন মিলবে প্রথম ও শেষ পরিষেবা: জোকা মাঝেরহাট রুটে শনিবার প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর ১ টা ২৫ এ। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো চলবে দুপুর ১ টা ৪৯ এ। অন্যদিকে রাতে শেষ মেট্রো পাওয়া যাবে জোকা থেকে ৮ টা ১১ মিনিটে। মাঝেরহাট থেকে শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত ৮ টা ৩২ এ।
আরও পড়ুন : শীতের সন্ধ্যায় হালকা খিদে? বাড়িতেই বানান দোকানের মতো মুচমুচে ফুলকপির পকোড়া, রইল স্পেশাল টিপস
গ্রিন লাইনেও চলবে অতিরিক্ত মেট্রো: গ্রিন লাইনে শনিবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৩২ এ। আর হাওড়া ময়দান থেকে সকাল সাড়ে ছটায় পাওয়া যাবে প্রথম মেট্রো (Kolkata Metro)। রাতে সল্টলেক থেকে শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৯ টা ৪৭ এ। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর দিকে আসা শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯ টা ৪৫ মিনিটে।
আরও পড়ুন : রবিবার ঘুরতে যাওয়ার প্ল্যান? ৮ ঘন্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু! বিকল্প রুট থেকেই পথে নামুন
উল্লেখ্য, কলকাতা মেট্রোর রুট সম্প্রসারণের পর এতদিন সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার করে বন্ধ থাকত পার্পল লাইন। তবে যাত্রী ক্রমেই বাড়ছে এই রুটেও। তাই যাত্রীদের সুবিধার্থে পার্পল লাইনেও শনিবার করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।












