বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ দু সপ্তাহ ধরে জেলবন্দি ছেলে আরিয়ান খান (aryan khan)। আইনজীবী বদলেও কোনো লাভ হয়নি। বারে বারে খারিজ হয়ে যাচ্ছে শাহরুখ পুত্রের জামিনের আবেদন। চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না শাহরুখ গৌরি। আইনি ব্যবস্থার পাশাপাশি অন্য দিকেও নজর রয়েছে তাঁদের।
আরিয়ানের মঙ্গল কামনায় এবার দিল্লির একটি মসজিদে চাদর পাঠালেন কিং খান। ছেলে যাতে দ্রুত মুক্তি পেয়ে যায় জেল থেকে তার জন্য মানত করে মসজিদে চাদর পাঠালেন শাহরুখ। আরিয়ানের মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনারও ব্যবস্থা হয়েছিল মসজিদে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ আর্থার রোড জেলে এসে পৌঁছান কিং খান। কালো কাঁচ ঢাকা একটি ছোট গাড়িতে করে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল না কোনো কনভয়। আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে দেখা গেল শাহরুখকে। এতদিন এ বিষয়ে টুঁ শব্দটিও করেননি তিনি।
ছেলের সঙ্গে যা কথা হওয়ার সবটাই ভিডিও কল মারফতই হয়েছিল। তাই এই সাক্ষাৎটাও গোপনই রাখতে চেয়েছিলেন শাহরুখ। কিন্তু তাঁর আসার খবর পেয়েই আগে থেকে অপেক্ষারত সাংবাদিকরা ঘিরে ধরে কিং খানকে।
তবে কড়া নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে তখন একটা মাছিরও সাধ্য নেই শাহরুখের কাছে পৌঁছানো। একেবারে সাধারন পোশাকে মুখ মাস্কে এবং চোখ সানগ্লাসে ঢেকে জেলের ফটকের ভেতরে ঢুকে যান শাহরুখ। পেছন পেছন আইনজীবীদের একটি দলও। মোট ১৫ মিনিট জেলের মধ্যে ছিলেন অভিনেতা। যেমন ভাবে এসেছিলেন তেমন ভাবেই মুখে কুলুপ এঁটে গাড়িতে উঠে ফেরতও চলে যান শাহরুখ। সঙ্গে যায় আইনজীবীদের দলটাও।
জানা গিয়েছে, বাবার সঙ্গে দেখা হতে আবেগঘন হয়ে পড়েন আরিয়ান। ছেলেকে শান্ত করেন শাহরুখ। জিজ্ঞাসা করেন আরিয়ান ঠিক করে খাবার খাচ্ছে কিনা। এদিকে শাহরুখের আরিয়ান সাক্ষাতের পরেই মন্নতে এসে হাজির হয় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। তাঁদের হাতে বেশ কিছু নথিপত্রও দেখা গিয়েছে। তবে মন্নত থেকে বেরিয়ে তাঁরা জানান তল্লাশির জন্য আসেননি তাঁরা। উল্লেখ্য, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে যেতে চলেছেন শাহরুখ গৌরি।