বাংলাহান্ট ডেস্ক : পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) বাংলায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সৈকত শহরটিতে এখন পর্যটকদের সংখ্যা বেড়েছে আরও। যারাই দিঘায় ঢুঁ মারছেন, একবার দর্শন করছেন জগন্নাথ মন্দিরেও (Digha Jagannath Temple)। আর এবার প্রথম জন্মাষ্টমী উপলক্ষে বিরাট আয়োজন করা হচ্ছে মন্দিরে।
জন্মাষ্টমীতে দিঘা জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) বিরাট আয়োজন
মধ্যরাত পর্যন্ত এদিন বিশেষ উদযাপনের তোড়জোড় চলছে। মন্দির সূত্রে খবর, মধ্যরাতে অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের সময় সমগ্র মন্দির চত্বরের (Digha Jagannath Temple) আলো নিভিয়ে দেওয়া হবে। রাত ঠিক বারোটায় সমগ্র মন্দির অন্ধকারে নিভে যাবে। আবার কয়েক সেকেন্ডের মধ্যেই রঙিন আলোয় সেজে উঠবে জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) আলো।
কী কী আয়োজন হচ্ছে: এদিন মধ্যরাত পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে খবর। তাই ভক্তরাও এই দৃশ্য চাক্ষুষ করতে পারবেন। আরও জানা যাচ্ছে, এ বছর প্রথম জন্মাষ্টমী পালন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple)। তাই এবার বেশ কিছু আয়োজন করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। মদনমোহন জিউয়ের অভিষেকের জন্য নিয়ে আসা হয়েছে ১০৮ টি তীর্থক্ষেত্রের জল। এবার অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন ভক্তরাও।
আরও পড়ুন : এপারে মিষ্টিমুখ, ওপারে মোতায়েন জলকামান! ১৫ ই অগাস্টে ফের ধুন্ধুমার বাংলাদেশে
ভক্তরাও নিতে পারবেন অংশ: অন্যদিকে ইসকনের সন্ন্যাসীরা শ্রীকৃষ্ণের প্রিয় নারকেল নাড়ু তৈরির কাজও শুরু করে দিয়েছেন বলে খবর। মন্দির (Digha Jagannath Temple) সূত্রে খবর, মোট ১০০৮ টি নাড়ু জন্মাষ্টমীর মধ্যরাতে মদনমোহন জিউকে অর্পণ করা হবে। পাশাপাশি বাংলার বিভিন্ন নামী মিষ্টিও অর্পণ করা হবে বলে জানা যাচ্ছে। পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হবে তা।
আরও পড়ুন : দুশ্চিন্তায় আর রাতের ঘুম ওড়াবেন না, ছোট্ট হিসেবে বুঝে নিন ওয়েটিং লিস্টের টিকিট কনফার্মের চান্স কতটা?
এ বিষয়ে দিঘা জগন্নাথ ধাম (Digha Jagannath Temple) ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। দিনভর বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান চলবে। ভক্তদের জন্য রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে মন্দির। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের পরেই জন্মাষ্টমী। লম্বা উইকেন্ডে পর্যটকদের ঢল নামতে চলেছে দিঘায়। তাই কড়া নিরাপত্তার জন্য পুলিশি প্রহরার ব্যবস্থা থাকছে বলে খবর।