বাংলাহান্ট ডেস্ক : কাছে হোক বা দূরে, যাতায়াত করার জন্য আমজনতার সবচেয়ে নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম হল ট্রেন। প্রত্যেকদিন দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে হাজার হাজার মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। আর সেই কারণেই ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের সুরক্ষার জন্য সব সময়ই তৎপর হয়ে থাকে। এমনকি, যাত্রীদের সুবিধার কথা ভেবে অনেক হেল্পলাইনও রয়েছে রেলের।
ট্রেনে অসুস্থ হলে ভারতীয় রেলের (Indian Railways) বিশেষ উদ্যোগ
যদিও রেলের এই সুবিধার কথা আজও জানেন না বহু মানুষ। বহু ক্ষেত্রেই দেখা যায় ট্রেনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন হয়তো কোনও ব্যক্তি। আসলে, শরীর খারাপ তো আর কখনও বলে-কয়ে আসে না। কিন্তু তাঁর পাশে থাকা ট্রেন (Train) যাত্রীরা ঠিক বুঝে উঠতে পারেন না কী করবেন। এই গুরুতর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
এই প্রসঙ্গে প্রথমেই জানিয়ে রাখি যে, কোন পরিস্থিতিতেই চিন্তিত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি আপনি বা আপনার সহযাত্রী ট্রেনে সফর করার সময় অসুস্থ হয়ে পড়েন, তবে প্রথমেই ১৩৮ নম্বরে ফোন (Phone Number) করা উচিত। এই নম্বরে ফোন করলেই মিলতে পারে উপযুক্ত চিকিৎসা পরিষেবা। তাই সবসময় ফোন নাম্বারটা মাথায় রাখুন।
আরোও পড়ুন : পরপর ৭ বার “ফার্স্ট”! এটাই হল ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর, কোথায় দাঁড়িয়ে কলকাতা?
১৩৮ নম্বরে ফোন করে আপনি কোন ট্রেনে, কত নম্বর কোচে রয়েছেন, সেই বিষয়ে বিস্তারিত জানান। তাহলেই পরের স্টেশনে চলে আসবেন চিকিৎসক। তিনি এসে রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রয়োজন অনুযায়ী চিকিৎসার (Treatment) বন্দোবস্ত করবেন। দরকার হলে রোগীকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যাওয়া হতে পারে কাছের কোন স্বাস্থ্যকেন্দ্রেও।
এছাড়া ট্রেনে থাকেন জিআরপিও। তাঁরাও বিপদের মুহূর্তে যাত্রীদের সাহায্য করেন। শুধু তাই নয়, সিপিআরে প্রশিক্ষিত হন টিটিই-রাও। তাই হৃদরোগে আক্রান্ত রোগীদের সিপিআর দিয়ে প্রাথমিক চিকিৎসাটুকু তাঁরা করতে পারেন। পাশাপাশি, ১৩৯ নম্বরে ফোন করে ওষুধ চাইতে পারেন। এখানে আপনি ৫৮ টিরও বেশি ধরনের ওষুধ পাবেন।