আইনি জট কাটিয়ে বড় ঘোষণা! বাংলায় স্পেশাল টেটের ছাড়পত্র, খুলছে শিক্ষক নিয়োগের দরজা

Published on:

Published on:

Special TET 2025 Cleared for Special Educator Recruitment in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে অবশেষে স্পেশাল টেট (Special TET 2025) আয়োজনের অনুমোদন দেওয়া হলো। ২০২৫ সালের ১ ডিসেম্বর প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই খবরে স্বস্তি পেয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী।

স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ মেমো জারি করে জানানো হয়েছে, স্পেশাল টেট (Special TET 2025) পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)-র হাতে। দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি সরাসরি প্রাথমিক পর্ষদের সচিবকে এই নির্দেশ পাঠিয়েছেন। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের জন্যই এই পরীক্ষা নেওয়া হবে।

মেমোর গুরুত্বপূর্ণ তথ্য

এই বিষয়ে জারি করা মেমোর নম্বর হল – 454-SED-13030/3/2022-ELEMN SEC। মেমোটি প্রকাশিত হয়েছে ১ ডিসেম্বর, ২০২৫ তারিখে। স্পেশাল টেট আয়োজনের নোডাল এজেন্সি হিসেবে দায়িত্ব পাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই পরীক্ষার মূল লক্ষ্য হলো রাজ্যের প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ।

২৩০৮ পদে নিয়োগের জন্য কেন স্পেশাল টেট (Special TET 2025) গুরুত্বপূর্ণ?

গত নভেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যে ২৩০৮টি স্পেশাল এডুকেটর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তিতে শর্ত ছিল, আবেদনকারীদের অবশ্যই টেট পাশ হতে হবে। এর ফলে সমস্যা তৈরি হয়েছিল। কারণ, অনেক প্রার্থীর স্পেশাল এডুকেশনে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেও সাধারণ টেট পাশ ছিল না।

তখন প্রাথমিক পর্ষদের তরফে জানানো হয়েছিল, এই প্রার্থীদের জন্য আলাদা করে টেট পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা দপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। এর ফলে এখন যাঁরা স্পেশাল এডুকেশনে প্রশিক্ষিত কিন্তু সাধারণ টেট পাশ করেননি, তাঁরাও স্পেশাল টেট পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাঁরা সরাসরি ওই ২৩০৮টি শূন্যপদে নিয়োগের যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, রাজ্য সরকার আইনি জট এড়িয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে চাইছে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, বর্তমান নিয়মাবলী বা ‘Extant Rules’ মেনেই এই স্পেশাল টেট (Special TET 2025) পরীক্ষা নেওয়া হবে।

Special TET 2025 Cleared for Special Educator Recruitment in Bengal

আরও পড়ুনঃ ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা, লাইভে গণনা, হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ অনুদানের পাহাড়, কত টাকা উঠল?

পরবর্তী ধাপে কী করবে প্রাথমিক পর্ষদ?

শিক্ষা দপ্তরের অনুমোদনের পর এখন সকলের নজর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে। খুব শীঘ্রই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে স্পেশাল টেট (Special TET 2025) পরীক্ষার সিলেবাস, পরীক্ষার দিনক্ষণ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। চাকরিপ্রার্থীদের নিয়মিত পর্ষদের ওয়েবসাইট ও বিশ্বস্ত সংবাদ মাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, পরীক্ষার প্রস্তুতির জন্য সময় খুব বেশি নাও থাকতে পারে।