বছর শেষে বড় উপহার, তিন জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বছরের শেষ লগ্নে ছুটির মেজাজে থাকেন সকলেই। ট্রেনের টিকিটের জন্য বাড়ে চাহিদা। এমতাবস্থায় ভিড় সামলাতে ভারতীয় রেলওয়ের (Indian Railways) তরফে যাত্রীদের জন্য আনা হল এক বিশেষ পরিষেবা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বড়দিন এবং নববর্ষ উপলক্ষে তিন জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত সুবিধা দিতেই এই বন্দোবস্ত করেছে রেল।

রেলের (Indian Railways) স্পেশ্যাল ট্রেন কোনগুলি

রেল সূত্রে জানা যাচ্ছে, ট্রেন নম্বর ০৫৬০৯/০৫৬১০ (গুয়াহাটি-সাইরাং-গুয়াহাটি), ০৫৯০৫/০৫৯০৬ (ডিব্রুগড়-লক্ষ্ণৌ-ডিব্রুগড়) এবং ০৪০৭৮/০৪০৭৭ (নয়া দিল্লি-কামাখ্যা-নয়া দিল্লি) রয়েছে স্পেশ্যাল ট্রেনের তালিকায়। জানা যাচ্ছে, ০৫৬০৯/০৫৬১০ (গুয়াহাটি-সাইরাং-গুয়াহাটি) ক্রিসমাস স্পেশ্যাল ট্রেন প্রত্যেক দিক থেকে চলবে ২ টি ট্রিপ করে। ০৫৬০৯ গুয়াহাটি-সাইরাং ট্রেনটি ২২ এবং ২৪ ডিসেম্বর গুয়াহাটি থেকে সকাল ছটায় রওনা হবে। ট্রেনটি সাইরাং পৌঁছাবে সন্ধে সাড়ে সাতটায়।

Special train arranged by Indian Railways for festive season

কবে কবে চলবে ট্রেন: ট্রেনটিতে থাকছে ২ টি এসি ৩ টায়ার, ২ টি জেনারেল সেকেন্ড, ৮ টি স্লিপার সহ ২ টি জেনারেল লাগেজ কাম ব্রেক ভ্যান কোচ। ০৫৯০৫/০৫৯০৬ (ডিব্রুগড়-লক্ষ্ণৌ-ডিব্রুগড়) স্পেশ্যাল ট্রেন প্রত্যেক দিক থেকে ১ টি ট্রিপ করে চলবে। ০৫৯০৫ ডিব্রুগড়-লক্ষ্ণৌ স্পেশ্যাল ট্রেন (Indian Railways) ১৯ ডিসেম্বর ডিব্রুগড় থেকে রওনা হবে দুপুর দুটো নাগাদ। লক্ষ্ণৌ পৌঁছাবে দুপুর সাড়ে চারটে নাগাদ।

আরও পড়ুন : টেলিপাড়া তোলপাড়, তিন মাসেই পরপর বন্ধ দুই মেগা! মাথায় হাত দর্শকদের

যাত্রীদের জন্য থাকছে বিশেষ পরিষেবা: ট্রেনটিতে থাকছে ১৪ টি স্লিপার কোচ এবং ২ টি জেনারেল লাগেজ কাম ব্রেক ভ্যান কোচ। ০৪০৭৮/০৪০৭৭ (নয়া দিল্লি-কামাখ্যা-নয়া দিল্লি) রিজার্ভ স্পেশ্যাল প্রত্যেক দিক থেকে তিনটি ট্রিপ করে চলবে। ০৪০৭৮ নয়া দিল্লি-কামাখ্যা স্পেশ্যাল ট্রেন চলবে ২০, ২৫ এবং ৩০ ডিসেম্বর।

আরও পড়ুন : ২৭-এ মেগা হিয়ারিং, ৩২ লক্ষের কাছে পৌঁছাবে কমিশনের নোটিশ, SIR নিয়ে এল বড় আপডেট

নয়া দিল্লি থেকে সন্ধ্যা ৭ টা ১৫ তে রওনা হবে ট্রেনটি। তৃতীয় দিন সকাল সাড়ে দশটা নাগাদ পৌঁছাবে কামাখ্যাতে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটিতে ২ টি এসি ২ টায়ার, ৪ টি এসি ৩ টায়ার, ৪ টি জেনারেল সেকেন্ড ক্লাস এবং ৮ টি স্লিপার কোচ থাকবে।