বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল রাজ্যে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Examination)। জয়েন্ট উপলক্ষে ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে হাওড়া ডিভিশনে ১২টি স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, কয়েকটি বিশেষ ট্রেন চালানো হবে ভোর ৫ টা ৪৫ মিনিট থেকে সকাল ৮ টা ৪০ মিনিটের মধ্যে। আবার কিছু স্পেশাল ট্রেন চালানো হবে বিকেল ৪ টে ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের মধ্যে।
আগামীকাল স্পেশাল ট্রেনের সময়সূচি (আপ লাইনে) : ৩৬০৮১ হাওড়া-মসাগ্রাম লোকাল ভোর ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে। ৩৭২১৭ হাওড়া-ব্যান্ডেল লোকাল সকাল ৭ টা ৫ মিনিটে ছাড়বে। ৩৭০৪১ হাওড়া-শেওড়াফুলি লোকাল সকাল ৭ টা ৩০ মিনিটে ছাড়বে। ৩৭০১১ হাওড়া-শ্রীরামপুর লোকাল সকাল ৭ টা ৪৫ মিনিটে ছাড়বে। ৩৭০৬১ হাওড়া-শেওড়াফুলি লোকাল বিকেল ৫ টায় ছাড়বে। ৩৭৫১১ বালি-ব্যান্ডেল লোকাল বিকেল ৫ টা ৫২ মিনিটে ছাড়বে।
আরোও পড়ুন : চিন্তা কমল আমজনতার! মূল্যহ্রাস পেট্রোল, ডিজেলের; জ্বালানির দাম কোথায় কত?
আগামীকাল স্পেশাল ট্রেনের সময়সূচি (ডাউন লাইনে) : ৩৬০৮২ মসাগ্রাম-হাওড়া লোকাল সকাল ৮ টা ৬ মিনিটে ছাড়বে। ৩৭২৩০ ব্যান্ডেল-হাওড়া লোকাল সকাল ৮ টা ২৮ মিনিটে ছাড়বে। ৩৭০৪২ শেওড়াফুলি-হাওড়া লোকাল সকাল ৮ টা ২০ মিনিটে ছাড়বে। ৩৭০১২ শ্রীরামপুর-হাওড়া লোকাল সকাল ৮ টা ৪০ মিনিটে ছাড়বে। ৩৭০৬২ শেওড়াফুলি-হাওড়া লোকাল সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে ছাড়বে। ৩৭৫১২ ব্যান্ডেল-বালি লোকাল বিকেল ৪ টে ২৫ মিনিটে ছাড়বে।
ভারতীয় রেলের (Indian Railways) পাশাপাশি কলকাতা মেট্রো (Kolkata Metro) জয়েন্ট উপলক্ষে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (ব্লু লাইন) রবিবার পরিষেবা সাধারণত শুরু হয় সকাল ন’টা থেকে। তবে জয়েন্ট পরীক্ষার জন্য আগামীকাল এই লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে। এদিন ১৩০টির বদলে ১৪০টি মেট্রো চলবে।