BJP-তে যোগদান করতে চলেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু! শাহি-সভাতেই বড় চমক? চর্চা তুঙ্গে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ২ বছর হল দলের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের দিন সস্ত্রীক দেখা গেল রামের আরাধনা করতে দেখা গেল তাকে। শোনা যায় তৃণমূল (Trinamool Congress) নয় বরং গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। এবার লোকসভার আগে সেই জোড়াফুল সাংসদই কী নাম লেখাতে চলছেন বিজেপিতে (BJP)? এই নিয়েই এখন তীব্র জল্পনা। সূত্রের খবর অমিত শাহের হাত ধরে এবার খাতায়কলমে বিজেপিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

দেশ জুড়ে বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। অপেক্ষা মাত্র কয়েকটা দিনের। এই আবহেই আগামী ২৮ জানুয়ারি বঙ্গ-সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৯ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেচেদায় কর্মীদের সাথে বৈঠক রয়েছে তার। এখন জেলা জুড়ে খবর ছড়িয়ে পড়েছে যে শাহী সভাতেই পদ্ম হাতে তুলে নেবেন দিব্যেন্দু।

সত্যিই বিজেপিতে যোগদান করছেন দিব্যেন্দু? এই বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘এ বিষয়ে কোনও মন্তব্য করব না।’’ তবে জেলা বিজেপির নেতাদের মুখে মুখে এখন নাকি এই খবর ছড়িয়ে পড়েছে। আর সত্যিই যদি দিব্যেন্দু গেরুয়া শিবিরে যান তাহলে সেটাও খুব একটা আশ্চর্যের ঘটনা হবে না বলেই ধরা যেতে পারে।

গত লোকসভা নির্বাচনে তমলুক থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়েন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। জয়ীও হন। যদিও বহুদিন তৃণমূলের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই। তবে এখনও পর্যন্ত তাকে বিজেপির কোনও সভা, কর্মসূচীতে দেখা যায়নি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ! ফের বৃষ্টিতে তোলপাড় হবে বাংলা, কবে? জানাল হাওয়া অফিস

২০২০ সালের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের হাত থেকে পতাকা নিয়েই বিজেপিতে গিয়েছিলেন শুভেন্দু। তারপর তার ছোট ভাই সৌমেন্দু অধিকারীকেও যোগ দেন গেরুয়া শিবিরে। আর এবার কী তবে দিব্যেন্দুর পালা? এই বিষয়ে সরাসরি দিব্যেন্দু বা অধিকারী পরিবারের কাউকেই এখনও পর্যন্ত খোলাখুলি কোনও মন্তব্য করতে দেখা যায়নি। ওদিকে দলের সাংসদ দিব্যেন্দু প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘দিব্যেন্দুকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’’

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X