বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’এ (Didi Number One) গিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের মুখে বাংলার নেত্রীকে হঠাৎ ‘দিদি নম্বর ওয়ান’এ দেখে চমকে গেছিলেন অনেকেই। তখন থেকেই শুরু হয়েছিল কানাঘুষা। অনেকেই ধারণা করেছিলেন যে, আসন্ন নির্বাচনে হয়ত প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।
কিছুদিন আগেই ‘দিদি নম্বর ওয়ান’র মঞ্চ কাঁপাতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় দুই দিদির মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তাও চলে। এর আগেও একবার নবান্নে প্রায় এক ঘন্টা বৈঠক করছিলেন দুজনে। তারপর থেকেই জল্পনা তুঙ্গে। আর এবার সেই জল্পনায় ‘ঘি’ ঢেলেছেন খোদ অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা ব্যানার্জি
প্রসঙ্গত উল্লেখ্য, ‘দিদি নম্বর ওয়ান’র জনপ্রিয়তার কথা সকলেরই জানা। রোজ সন্ধ্যায় আম বাঙালির সন্ধ্যা কাটে এই শো-কে সঙ্গী করেই। রাজ্যের প্রান্তিক এলাকাতেও এই শো নিয়ে চর্চা দেখা যায়। বিভিন্ন জেলা থেকে দিদিরা আসেন এই শো-তে। প্রোগ্রামে এসে তারা জানান তাদের জীবনযুদ্ধের কাহিনী।
আরও পড়ুন : সরকারি মঞ্চে মমতাকে মা দূর্গার সাথে তুলনা! খোদ জেলাশাসকের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
এমন একটা পরিস্থিতিতে বাংলার দিদির ‘দিদি নম্বর ওয়ান’ সফর যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। এখন অভিনেত্রী যদি সত্যিই তৃণমূলের হাত ধরে তাহলে তা যে মমতার মাস্টারস্ট্রোক হবে তা বলার অপেক্ষা রাখে না। রচনার জনপ্রিয়তার প্রভাব পড়বে তৃণমূলের ভোটবাক্সে। পাশাপাশি রচনার কেরিয়ারও যে একধাপ এগিয়ে যাবে সেকথাও বলাই বাহুল্য।
সম্প্রতি এই বিষয়ে রচনা ব্যানার্জির সাথে কথা বলা হলে তিনি নাকি জানিয়েছেন, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেই ঘোষণা মুখ্যমন্ত্রী নিজেই করবেন বলে জানিয়েছেন রচনা ব্যানার্জি। অর্থাৎ তার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা যে নিছক অমূলক নয় সেটাও পরিষ্কার। এখন দেখা যাক জল্পনা সত্যি হয় কী না!