‘দেশের টাকা দেশেই খরচ করুন’, নজরে ‘ওয়েড ইন ইন্ডিয়া’! কাশ্মীরের স্বার্থে বিরাট পরিকল্পনা মোদীর

বাংলা হান্ট ডেস্ক : আর্টিকেল ৩৭০ (Article 370) বাতিল হওয়ার পর এই প্রথমবার উপত্যকায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্বাভাবিকভাবেই নমোর বক্তৃতার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কেবল কাশ্মীর (Kashmir)। উপত্যকার অর্থনীতিকে ফের একবার চাঙ্গা করে তুলতে নানাবিধ প্রকল্পের কথা বললেন তিনি। যার মধ্যে একটা হল ‘ওয়েড ইন ইন্ডিয়া’ (Wed In India)। এখন প্রশ্ন হল, কী এই ‘ওয়েড ইন ইন্ডিয়া’?

আসলে বহু ধনাঢ্য ভারতীয় ডেস্টিনেশন ওয়েডিং এর উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেন। সেখানে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে আসেন। সেইসব শিল্পপতি, অভিনেতা, অভিনেত্রীরা বিদেশে গিয়ে কেউ দুর্গ ভাড়া করেন তো কেউ ভাড়া করেন একটা আস্ত দ্বীপ। সেই টাকা দেশের বাইরে খরচ না করে দেশের মধ্যেই খরচ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর্টিকেল ৩৭০ বিলোপের পর এই প্রথমবারের মত ভূস্বর্গে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকসি স্টেডিয়ামে এক জনসভায় তিনি বলেন, বিয়ে করতে হলে দেশেই করুন। দেশের বাইরে গিয়ে কোটি কোটি টাকা খরচ না করে তা দেশের মানুষেরই কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। এখানে বলে রাখা ভালো, কাশ্মীরে একাধিক বিয়ের রীতি আছে। স্নো ওয়েডিং, শিকারা ওয়েডিং, এমন অনেক রীতি আছে যা এক চমকপ্রদ অনুভূতি দেবে।

আরও পড়ুন : যাত্রী ভোগান্তির আশঙ্কা, শনি-রবিতে শিয়ালদায় বাতিল বহু ট্রেন, বদলানো হল রুট

নমোর কথায়, ‘কাশ্মীর অসাধারণ সুন্দর। তিনদিনের জন্য এখানে বুক করুন। রাজকীয় বিলাসে বিয়ে করুন এবং সৌন্দর্য উপভোগ করুন। আর এতে জম্মু-কাশ্মীরের পর্যটনেরও উন্নতি হবে। এখানকার মানুষের জীবনযাত্রার উন্নতি হবে।’ উল্লেখ্য, আর্টিকেল ৩৭০ জারি থাকাকালীন এখানে মানুষ পা রাখতেও ভয় পেত। তবে গত দু’বছরে প্রায় ২ কোটিরও বেশি মানুষ কাশ্মীর ঘুরতে গেছেন।

829949 5534 ytbaicrafn 1487680525

এইদিন ভাষণ দিতে গিয়ে নাম না করেই কংগ্রেসকে তোপ দাগেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, দেশে যখন একরকম আইন ছিল এবং উপত্যকায় তখন অন্যরকম আইন ছিল। তখন বাইরের মানুষ এখানে পা রাখতেও ভয় পেত। স্থানীয়রা ঘুমাতে যেত বন্দুকের আওয়াজ শুনে এবং ঘুম থেকে উঠতেন বন্দুকের আওয়াজে।

আরও পড়ুন : সেনা সরছেই, ভারতীয় হেলিকপ্টারের উপর দখল মালদ্বীপ সেনার! চিনের কোলে বসে হম্বিতম্বি মুইজ্জুর

প্রধানমন্ত্রীর কথায়, দেশের মানুষ যখন নিজেদের উন্নতির কথা ভাবতেন তখন কাশ্মীরের মানুষ সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হতেন। এসবের মাঝেই উপত্যকার অর্থনীতি এবং পর্যটন শিল্পকে নতুন করে সাজিয়ে তুলতে একটার পর একটা দূর্দান্ত পদক্ষেপ নিয়ে চলেছে কেন্দ্র। যার মধ্যে একটা অবশ্যই ‘ওয়েড ইন ইন্ডিয়া’র ভাবনা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর