যাত্রী ভোগান্তির আশঙ্কা, শনি-রবিতে শিয়ালদায় বাতিল বহু ট্রেন, বদলানো হল রুট

বাংলা হান্ট ডেস্ক : লোকাল ট্রেনের (Local Train) নিত্য যাত্রীদের জন্য খুব একটা ভালো খবর শোনায়নি রেল কর্তৃপক্ষ (Indian Railways)। ট্র্যাফিক ব্লকের কারণে শনিবার এবং রোববার বাতিল করে দেওয়া হয়েছে একাধিক লোকাল ট্রেন। শুক্রবারই বিষয়টি সম্পর্কে অবগত করেছে পূর্ব রেল। তারা জানিয়ে দিয়েছে যে, নৈহাটি এবং নৈহাটি লিংক কেবিনের মধ্যে ডাউন ব্যান্ডেল লাইনের ট্র্যাকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে।

আবার কাজ চলবে মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মধ্যেও। মধ্যমগ্রাম থেকে বিরাটি স্টেশনের মধ্যে ডাউন লাইনে ১০টি ব্রিজে কাজ চালাবে রেল। আর এই কাজের কারণেই আগামী শনিবার অর্থাৎ ৯মার্চ এবং রবিবার ১০মার্চ বাতিল হয়েছে মোট ৬টি লোকাল ট্রেন। অন্যদিকে ওইদিনই শাসকদলের জনগর্জন সভা রয়েছে। সাথে থাকছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের কলকাতা ডার্বি।

শাসকদলের সভা এবং কলকাতা ডার্বি মিলিয়ে ভিড় বেশি থাকতে চলেছে। কিন্তু কম ট্রেন চলায় ভিড় অনেক বেশী দেখা যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দুইদিনে কোন কোন ট্রেন বাতিল থাকতে চলেছে।

আরও পড়ুন : বারাসাত টু দিঘা লোকাল ট্রেন! কখন কখন ছাড়ে? বড় বিবৃতি দিল পূর্ব রেল

1635709385 1604328387 beng local train

৯ মার্চ শনিবার বাতিল থাকবে এই ট্রেনগুলি

১) নৈহাটি থেকে বাতিল ট্রেন নাম্বার ৩৭৫৫৭।

২) ব্যান্ডেল থেকে বাতিল ট্রেন নাম্বার ৩৭৫৫৮।

৩) শিয়ালদা থেকে বাতিল ট্রেন নাম্বার ৩৩৮৬১।

৪) বনগাঁ থেকে বাতিল ট্রেন নাম্বার ৩৩৮৬০।

১০ মার্চ রবিবার বাতিল হওয়া দুটি ট্রেন সম্বন্ধে নীচে দেওয়া হলো।

১) শিয়ালদা থেকে বাতিল ট্রেন নাম্বার ৩৩৮১৩।

২) বনগাঁ থেকে বাতিল ট্রেন নাম্বার ৩৩৮১২।

আরও পড়ুন : ই-স্কুটারের উপর বাম্পার ডিসকাউন্ট! এক ধাক্কায় ২৫ হাজার টাকা ছাড় দিচ্ছে Ola, দেখে নিন ঝটপট

তবে এখানেই শেষ নয়, আগামী সপ্তাহেও শিয়ালদা ডিভিশনে অনেক লোকাল ট্রেন বাতিল থাকবে। সরকারিভাবে অবশ্য এখনো কিছুই জানায়নি রেল কর্তৃপক্ষ। দমদম লাইনে মার্চের শুরুতেই কাজ শুরু হওয়ার কথা থাকলেও খবর আসছে আগামী ১৬ মার্চ থেকে কাজ চলতে পারে। একাধিক লোকাল ট্রেন বাতিল হতে পারে সেসময়ে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর