খালি পায়ে দৌড়ে বাজিমাত, ১১ সেকেন্ডে ১০০ মিটার!

বাংলা হান্ট ডেস্ক: ক্লাস টেন অবদি লেখাপড়া। তার পর আর পড়াশোনা হয়নি। উচ্চশিক্ষা তার কাছে কেবল স্বপ্ন হয়েই থেকে যায়। তবে রামেশ্বর গুর্জরের গতি থামেনি কোনোদিনও। কিন্তু এত জোরে দৌড়নোর প্রতিভার বলে তার নাম সারা বিশ্বের কাছে পৌঁছে যেতে পারে, সেই আন্দাজটা তার ছিল না।

রামেশ্বর খালি পায়ে রাস্তার উপর দৌড়ানোর একটা ভিডিয়ো কিছুদিন আগে পোষ্ট করে। ভাইরাল হয়ে পরে সেটি সঙ্গে সঙ্গে। ১০০ মিটারের দূরত্ব সে পার করল মাত্র ১১ সেকেন্ডে। দৌড়নোর জন্য আদর্শ জুতো পায়ে থাকলে সময়টা হয়তো আরও কমতে পারত। রামেশ্বরের দৌড়ের সেই ভিডিয়ো দেখেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি সেই ভিডিয়ো দেখার জন্য অনুরোধ করেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী কিরেন রিজিজুকে। রামেশ্বরের প্রতিভা দেখে থ ক্রীড়ামন্ত্রী।

রিজেজু ভিডিয়ো দেখে মুগ্ধ হয়ে যায়। রিপ্লাই এ লিখলেন, চৌহানজি, এই অ্যাথলিটকে কোনওভাবে আমার কাছে পাঠানোর ব্যবস্থা করুন। আমি ওকে দেশের কোনও অ্যাথলেটিক্স অ্যাকাডেমিতে রাখার ব্যবস্থা করে দেব। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ১৯ বছর বয়সী রামেশ্বরের কাছে এই দৌড় স্বপ্নের মতো হয়ে গেল। এই প্রতিভাকে পালিশ করলে ১০০ মিটার দূরত্ব মাত্র নয় সেকেন্ডে পার করার ক্ষমতা রাখে ভারতীয় উসেইন বোল্ট। ক্রীড়ামন্ত্রী এমন প্রতিভা খুঁজে বের করার অঙ্গীকার করলেন।

সম্পর্কিত খবর