ভারতের এই রাজ্যগুলি থেকে উধাও হবে বসন্ত! বিপদের মুখে গোটা দেশ, প্রকাশ্যে ভয়ঙ্কর রিপোর্ট

   

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে সারাবিশ্বই বিশ্ব উষ্ণায়নের (Global Warming) করালগ্রাসে পড়েছে। বিগত বেশ কিছু সময়ে তাই বিভিন্ন ঋতুতেও পরিবর্তন (Climate Change) দেখা গিয়েছে। গত 1970 সাল থেকে তাপমাত্রার তথ্য অর্থাৎ রেকর্ড ঘাঁটলে দেখা যায় যে, উত্তর ভারতে শীতের পরপরই দ্রুত শুরু হয়েছে গ্রীষ্ম। আর এর ফলে হারিয়েছে বসন্ত ঋতুর (Spring) প্রভাব। সম্প্রতি এক সমীক্ষায় বিশ্ব উষ্ণায়নের প্রাদুর্ভাবের সংক্রান্ত রিপোর্ট প্রকাশ পেয়েছে।

US-ভিত্তিক বিজ্ঞানীদের একটি স্বাধীন গ্রুপ ক্লাইমেট সেন্ট্রালের গবেষকরা লক্ষ্য করেন যে, ভারতে শীতের মাসগুলিতে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে তাপমাত্রায় বড় পরিবর্তন এসেছে। সেখানেই লক্ষ্য করা যায় শীতের শেষে হঠাৎ তাপমাত্রার পরিবর্তন। উত্তর ভারতের রাজ্যগুলোতে জানুয়ারি মাসেই পারদ বেশ ওপরের দিকে উঠছে এবং এরপর ফেব্রুয়ারিতে শুরু হয়ে যাচ্ছে তীব্র তাপ।

শীতের পরই তীব্র তাপের কারণে বেশ সমস্যায় ভুগতে হচ্ছে। গবেষকরা জানাচ্ছেন, এই ঘটনার ফলে বসন্ত হারিয়ে যাচ্ছে। যেখানে মার্চের পর থেকে পারদ ওপরে ওঠার কথা ছিল সেখানে এই ঘটনা ঘটছে ফেব্রুয়ারির শুরুতেই। উষ্ণতার পরিবর্তন দেখানোর জন্য গবেষক দল জানুয়ারি এবং ফেব্রুয়ারিত মাসের তাপমাত্রার তালিকা প্রকাশ করে।

আরও পড়ুন : ভদ্রশ্বরের জুটমিলে তালা! বাংলায় ফের বন্ধ আরেকটি কারখানা! কর্মহীন 3 হাজার শ্রমিক

লেটেস্ট রিপোর্ট দুই মাসের উষ্ণায়নের হারের মধ্যে পার্থক্য গণনা দেখাচ্ছে, যা 1970 সাল থেকে গড় তাপমাত্রার পরিবর্তন হিসাবে প্রকাশ করা হয়েছে। এই হারে সবচেয়ে উল্লেখযোগ্য লাফ দেখা গিয়েছে রাজস্থানে। সেখানে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারির গড় তাপমাত্রা প্রায় 2.6 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এছাড়া আরও জানা যাচ্ছে যে, সারাভারতে শীতকালও সামগ্রিকভাবে উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। মণিপুর 1970 সাল থেকে আজ অবধি শীতের গড় তাপমাত্রায় (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি) সবচেয়ে বড় পরিবর্তন দেখেছে। সেখানে মোট 2.3 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য এসেছে। সবচেয়ে কম পার্থক্য এসেছে দিল্লিতে, 0.2 ডিগ্রি সেলসিয়াসের ফারাক এসেছে সেখানে।

আরও পড়ুন : আম জনতার কপালে চিন্তার ভাঁজ! প্যারাসিটামল সহ ৮০০ ওষুধের দাম বাড়াচ্ছে সরকার

ডিসেম্বর এবং জানুয়ারিতে যথাক্রমে বড় পরিবর্তন আসে সিকিম এবং মণিপুরে। সিকিমে তাপমাত্রার ফারাক ছিল 2.4 ডিগ্রি সেলসিয়াস এবং মণিপুরে এই অংক ছিল 2.1 ডিগ্রি সেলসিয়াসের। বিষয়টি সম্পর্কে ক্লাইমেট সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু পার্সিং জানান যে, জানুয়ারিতে মধ্য ও উত্তর ভারতীয় রাজ্যে ঠান্ডা, এরপর ফেব্রুয়ারিতে প্রচণ্ড তাপ, শীতের পরে হঠাৎ বসন্তের মতো অবস্থার সম্ভাবনা তৈরি করে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর