সায়ন্তিকা, সায়নীর পর এবার তৃণমূলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়! কোন পদ পাচ্ছেন? তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের পর রবিবার ছিল তৃণমূলের ২১ জুলাইয়ের (TMC 21 July) সমাবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে সাড়া দিয়ে রাজ্যের সকল প্রান্ত থেকে ছুটে এসেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তেমনি প্রতিবারের মতোই এবারও বিনোদন দুনিয়ার একঝাঁক তারকাকে দেখা গেল শহিদ সমাবেশে।

এবার তৃণমূলের পথে শ্রাবন্তী? (Srabanti Chatterjee)

দিদির এক ডাকে গতকাল হাজির ছিলেন তারকা রাজনীতিক দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী সহ আরও অনেকে। তবে সাধারণ মানুষকে চমকে দিয়ে যে মুখ নজর কাড়ল তা হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)।

   

২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) প্রার্থী হয়েছিলেন সায়নী। আর এবার ২০২৪ এ এসে তাকে দেখা গেল একুশে জুলাইয়ের মঞ্চে। সঙ্গে বান্ধবী সায়ন্তিকা। বিকেলের দিকে সেই ছবিও পোস্ট করতে দেখা গেল তারকাকে। তাহলে কী এবার গেরুয়া ভুলে সবুজে নাম লেখাবেন শ্রাবন্তী? চর্চা তুঙ্গে।

একুশে বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম থেকে হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়েন পার্থ চট্টোপাধ্যায়। যদিও সেবার জয় আসেনি। পরাজয়ের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শ্রাবন্তীর। এরপর আস্তে আস্তে রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেন নায়িকা।

srabanti

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার ভুলে যাবেন! কেন্দ্রের এই প্রকল্প দিচ্ছে মোটা টাকা, দুর্দান্ত পদক্ষেপ সরকারের

২০২১ এর ১১ নভেম্বর নিজের ট্যুইটার (এখন ‘এক্স’) হ্যান্ডলে পোস্ট করে অফিসিয়ালি বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছিলেন শ্রাবন্তী। আর এত বছর পর এবার উদয় হলেন একেবারে একুশে জুলাইয়ের মঞ্চে। পরনে সাদা চুড়িদার, চোখে রোদচশমা ঝুলিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ হল তার। এদিকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মঞ্চে উপস্থিত থাকার জন্য স্বয়ং মমতাও ধন্যবাদ জানালেন শ্রাবন্তীকে (Srabanti Chatterjee)। তাহলে কী এবার নতুন কোনো সমীকরণ? উঠছে প্রশ্ন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর