রোশন সিংকে ছেঁটে ফেলতে আদালতের দ্বারস্থ শ্রাবন্তী, চতুর্থ সংসার পাতবেন? প্রশ্ন নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রোশন সিংয়ের (roshan singh) সঙ্গে আর সংসার করতে চান না। তৃতীয় স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী। রোশনের সঙ্গে নূন‍্যতম সম্পর্কটুকুও আর রাখতে আগ্রহী নন তিনি।

গত বছর পুজোর সময় থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন রোশন শ্রাবন্তী। সোশ‍্যাল মিডিয়ায় একে অপরকে আনফলোও করে দেন দুজনে। যদিও হঠাৎ এই দূরত্বের কারণ এখনো কেউই জানাননি স্পষ্ট করে। অভিনেত্রী মুভ অন করলেও রোশন কিন্তু ছাড়তে চান না স্ত্রীকে। এখনো শ্রাবন্তীর সঙ্গেই সংসার করতে চান তিনি। এই আবেদন নিয়েই শিয়ালদহ ফাস্ট ট্র‍্যাক কোর্টে আবেদন জানিয়েছিলেন রোশন।


কিন্তু শ্রাবন্তী এবার বিবাহ বিচ্ছেদের মামলা করে বুঝিয়ে দিলেন, রোশন চাইলেও তিনি আর এই সম্পর্ক রাখতে চাইছেন না। এরপরেই নেটনাগরিকদের প্রশ্ন তবে কি এবার চতুর্থ বিয়ের পরিকল্পনা করছেন শ্রাবন্তী? এর আগে রোশন বলেছিলেন, “আমি চাই শ্রাবন্তী খুশি থাকুক। আমাদের সম্পর্কের জন‍্য ওকে কেউ কটুক্তি করুক, অশ্লীল কথা বলুক তা আমি কখনোই চাইনি।”

রোশনের স্পষ্ট কথা, “আমার পরিবার ভারতীয় এবং ভারতীয় সংষ্কৃতিতে বিশ্বাসী। আমরা এত সহজে বিয়ে ভাঙতে পারি না। ওর অতীত জেনে, এক ছেলে আছে জেনেই বিয়ে করেছিলাম। কিন্তু ও কত সহজে আমাকে ছেড়ে চলে গেল। ডিভোর্সের জন‍্য তো কেউ বিয়ে করে না। আমি ওকেই আবার ফিরে পেতে চাই।”


এদিকে ইতিমধ‍্যেই অভিনেত্রীর চতুর্থ প্রেমের গুঞ্জনে তোলপাড় নেটমাধ‍্যম। যদিও শ্রাবন্তীর দাবি তিনি নাকি ‘সিঙ্গল’। অপরদিকে অভিরূপ নাগ চৌধুরীও এখন সিঙ্গল। তাই মানুষ গসিপ করছে। তাঁরা একই বিল্ডিংয়ে থাকেন, বন্ধু সার্কেলও এক। আবার সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় অভিরূপকে আনফলোও করেছেন শ্রাবন্তী।

তবে সম্প্রতি শোনা গিয়েছিল ছেলে ও হবু পুত্রবধূর সঙ্গে মালদ্বীপে যাওয়ার সময় শ্রাবন্তীর সঙ্গী হয়েছিলেন অভিরূপ। এমনকি সম্প্রতি তাঁর বিশ্বকর্মা পুজোতেও দেখা মিলেছে অভিনেত্রী। রোশনের দাবি, তিনি ও শ্রাবন্তী যখন প্রেম করছিলেন তখনো বিষয়টি প্রকাশ‍্যে আনতে দেননি অভিনেত্রী। এবারেও তেমনি কিছু সন্দেহ করছেন রোশন।

সম্পর্কিত খবর

X