‘বাচ্চাটাকেও ছাড়লে না”, অল্পবয়সী যুবকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই ট্রোলড শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: আবারও শিরোনামে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সৌজন্যে তাঁর বিতর্কিত ব্যক্তিগত জীবন। এবার এক যুবকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবিকে কেন্দ্র করে বিতর্ক এবং জল্পনায় তোলপাড় হল নেটপাড়া।

নিজের ব্যক্তিগত জীবন, একাধিকবার বিয়ে, বিবাহবিচ্ছেদ, প্রেম সবকিছুর কারণেই বিতর্কের কেন্দ্রে শ্রাবন্তী। একাধিক প্রেম এবং সেই সংক্রান্ত বিতর্কের কারণে টলিপাড়ায় নিজের ‘সুইট ইনোসেন্ট’ ভাবমূর্তি খুইয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর করা প্রায় সমস্ত পোস্টকেই হাসির খোরাক বানান নেটিজেনরা। তাঁর ব্যক্তিগত জীবনের চুলচেরা ময়নাতদন্ত চলে স্যোশাল মিডিয়ায়। বহুদিন ধরে ঝুলিতে নেই একটাও হিট ছবি। একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে ভোটে লড়লেও শিকে ছেঁড়েনি ভাগ্যে। এরই মধ্যে ছেড়েছেন রাজনীতি। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিচ্ছেদের পর তাই বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেই মন দিয়েছেন ঝিনুক জননী।

 

View this post on Instagram

 

A post shared by Sohail Dutta (@i_sohaild)

বর্তমানে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী। এই গুঞ্জন বহুদিন ধরেই ঘুরছিল বাজারে। কিন্তু এবার এক কমবয়সী যুবকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি যেন উসকে দিল সমস্ত বিতর্কের আগুনকে। সম্প্রতি ইন্সটাগ্রামে পোস্ট হয় শ্রাবন্তীর একটি ছবি। সেখানে ওই যুবককে ঘনিষ্ঠভাবে আলিঙ্গন করতে দেখা যায় তাঁকে। এর পরই সেই পোস্টের কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। আসতে থাকে একের পর এক বিতর্কিত মন্তব্য।

Screenshot 20220213 094248 Chrome

কেউ সরাসরি জিজ্ঞেস করেন, ‘এটা কত নম্বর’, ‘শ্রাবন্তী ম্যাম এটাই কি চতুর্থ নম্বর’, কারও আবার কটাক্ষ, ‘শেষ পর্যন্ত বাচ্চাকেও ছাড়ল না’। কেউ কেউ আবার অভিনেত্রীর চতুর্থ বিয়ের ভোজ খাওয়ারও দাবি তোলেন। রীতিমতো অশ্লীল গালিগালাজ করতেও দেখা যায় বেশ কিছু জনকে।

Screenshot 20220213 094509 Chrome

জানা যাচ্ছে, শ্রাবন্তীর সঙ্গের ওই যুবক টলিউডের অভিনেতা সোহেল দত্ত। বর্তমানে বড় পর্দার পাশাপাশি ছোটো পর্দা এবং ওটিটিতেও সমানভাবে কাজ করছেন সোহেল। অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে ভাই বোনের মতন নিষ্পাপ বললেও ভুল বলা হয় না। ওটিটিতে কাজ করার সময় থেকে দুজনের বন্ধুত্ব। অভিনেত্রীর পাশের যুবকের এহেন পরিচয় সামনে আসতেই কার্যতই জল পড়েছে সব জল্পনায়। খানিকটা হলেও কমেছে সমালোচনার ঝড়। যদিও এই সমস্ত বিষয়কে মোটেই পাত্তা দিতে রাজি নন অভিনেত্রী স্বয়ং।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর