যাদের খেয়ে কাজ নেই… আশিষ বিদ্যার্থীর দ্বিতীয় বিয়েতে বার্তা হ্যাটট্রিক করা শ্রাবন্তীর

বাংলাহান্ট ডেস্ক: ৬০ এর দোরগোড়ায় এসে দ্বিতীয় ইনিংস খেলার জন্য নাম লেখালেন বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের থেকে ৭ বছরের ছোট এক ফ্যাশন ডিজাইনারকে বিয়ে করেছেন তিনি। কিছুদিন আগেই কলকাতায় আইনি বিয়ে সেরেছেন আশিষ এবং রূপালি বড়ুয়া। আর খবর ছড়াতেই ট্রোলের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা।

এর আগে ২২ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন আশিষ। প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে পিলু বিদ্যার্থীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন তিনি। কিন্তু সেই বিয়েও ভেঙে গিয়েছে বেশ অনেকদিন আগেই। মাঝে বেশ কিছুদিন একা থাকার পর এবার দ্বিতীয় বার বিয়ে করেছেন আশিষ।

ashish vidyarthi

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলিং অব্যাহত নেটপাড়ায়। টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও প্রতিনিয়ত এই সমস্যার মুখোমুখি হন। আশিষ বিদ্যার্থীর ট্রোলিং নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি নিজে নিন্দুকদের প্রিয় নিশানা। তাঁর প্রেম এবং বৈবাহিক জীবন নিয়ে কৌতূহলের পাশাপাশি সমালোচনাও কম হয় না।

আশিষ বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ে নিয়েও মুখ খুলেছেন শ্রাবন্তী। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি তাঁর শর্তে বাঁচেন। যাদের হাতে প্রচুর সময় তারাই অন্যের জীবনে নাক গলান বলে মন্তব্য করেন শ্রাবন্তী। আশিষ বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, যাঁর বিয়ে করা নিয়ে আজ এত কটাক্ষ করা হচ্ছে তাঁর খারাপ সময়ে কি কেউ পাশে ছিল? এখন তিনি যখন ভাল থাকতে চাইছেন, ৫৭ বছর বয়সে এসে সাহস দেখিয়েছেন তখন সবার প্রশংসাটুকু করা উচিত।

srabanti chatterjee

একই রকম সুর অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্রর কথায়। দ্বিতীয় বার নিজের থেকে ছয় বছরের ছোট প্রেমিকের সঙ্গে বাগদান করে ট্রোলড হয়েছিলেন তিনি। পাত্তা দেননি অভিনেত্রী। তাঁর কথায়, আশিষবাবু্র জীবন উনি যেমন চেয়েছেন তেমনটা করেছেন। কে কী বলল তাতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই কোনো।

এরপর রূপাঞ্জনা বলেন, তাঁকেও সম্পর্কের কথা ঘোষণা করার পর অনেক বাঁকা কথা শুনতে হয়েছিল। এখন তাদেরই আবার উলটো সুর। তাই তিনি এসবে পাত্তা দেন না। আর আশিষ বিদ্যার্থীকেও সমালোচনায় কান না দেওয়ার আর্জি জানান।

Niranjana Nag

সম্পর্কিত খবর