বাংলাহান্ট ডেস্ক : এবারের পুজোটা টলিউডের জন্য নিঃসন্দেহে বিশেষ হতে চলেছে। দীর্ঘ ১০ বছর পর পুজো রিলিজ নিয়ে ফিরছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরানী’। অনেকদিন ধরেই এই ছবি নিয়ে চর্চা চলছে দর্শক মহলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে বড়পর্দায় আসছে এই ছবি।
পুজোয় মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) ছবি
পর্দার দেবী চৌধুরানী আর বাস্তবের শ্রাবন্তীর (Srabanti Chatterjee) মধ্যে মিল কোথায়? সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, মারপিট করতে তিনি এমনিই ভালোবাসেন। ছোট থেকেই শিখেছেন যে লড়াই করে বড় হতে হবে। শ্রাবন্তীর (Srabanti Chatterjee) বাবা সেনাবাহিনীতে ছিলেন। তিনি আর তাঁর দিদি এই শিক্ষাতেই বড় হয়েছেন।
অনেক কম বয়সে মা হওয়ার সিদ্ধান্ত: শ্রাবন্তীর (Srabanti Chatterjee) অভিনয় কেরিয়ার শুরু অনেক কম বয়সে। ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন একরকম কিশোরী বয়সেই। তাঁর যখন মাত্র ১৬ বছর বয়স, ক্লাস ইলেভেনে পড়েন তখনই ছেলে ঝিনুকের জন্ম দেন তিনি। বলা যায়, ছেলে এবং তিনি একসঙ্গেই বড় হয়েছেন। শ্রাবন্তীর (Srabanti Chatterjee) কথায়, ছেলে ঝিনুক তাঁর ‘চিয়ারলিডার’। এই ছবির প্রচারও নাকি তিনি আলাদা করে করবেন বলেছেন।
আরও পড়ুন : পুজোয় দার্জিলিং বেড়ানো মাটি! আচমকা বন্ধ টয়ট্রেন পরিষেবা, মুখ ভার পর্যটকদের
ছেলের বন্ধুরা কী বলে ডাকে তাঁকে: শ্রাবন্তী (Srabanti Chatterjee) বলেন, এখন আর সমালোচনা গায়ে মাখেন না তিনি। তবে তাঁর মতে, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। মা হওয়ার পাঁচ বছর পর ২১ বছর বয়সে কাজে ফেরেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। তিনি স্বীকার করেন যে, ১৬ বছর বয়সটা মা হওয়ার জন্য সত্যিই ‘বাড়াবাড়ি’। তবে ছেলে নাকি তাঁর বন্ধুর মতোই। এমনকি ঝিনুকের বন্ধুরাও নাকি তাঁকে ‘আন্টি’ নয়, বরং দিদি বলে ডাকেন।
আরও পড়ুন : বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ফেঁসে মিমি-অঙ্কুশ, ইডি নামক শনিতে প্রভাব পড়বে ‘রক্তবীজ ২’-এর ব্যবসায়?
সম্প্রতি তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। তারপরেই তাঁর নির্বাচনে লড়ার জল্পনা তীব্র হয়। অভিনেত্রীর স্পষ্ট কথা, গত বছরও একুশে জুলাইয়ের সভায় অংশ নিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক। তবে এখন সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই বলেই জানান শ্রাবন্তী।