শ্রাবন্তী এখন তুরুপের তাস! পরিচালককে খুশি করতে রাত জেগে করছেন এই কাজ

বাংলা হান্ট ডেস্ক : তিনি ঠিক কী কারণে জনপ্রিয় সেকথা বলা মুশকিল। নেটমহলে তাকে নিয়ে চর্চার অন্ত নেই। কর্মজীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই মানুষের বেশি আগ্রহ। তিন তিনটে বিয়ে আর ডিভোর্সের মাঝে ব্যক্তি শ্রাবন্তীর (Srabanti Chatterjee) পরিচয় মানুষ যেন ভুলেই গেছে। তবে বহুদিন হল অভিনেত্রী আর এসবে বিশেষ কান দেননা। নিজের কাছেই বেশি ব্যস্ত থাকেন আজকাল। আর সম্প্রতি তারই ঝলক মিললো।

দিনকয়েক আগেই শ্রাবন্তীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এইদিন দেখা যায়, মধ্যরাত্রে এক অজানা বাড়ি থেকে বের হচ্ছেন শ্রাবন্তী, বিবৃতি চট্টোপাধ্যায় এবং অর্জুন চক্রবর্তী। পাপারাজ্জিরা প্রশ্ন করলেও তার কোনও উত্তর দেননি নায়িকা। ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন, ‘কিছু একটা ঘটতে চলেছে’। অবশেষে জানা গেল সেই কারণ। জানা গেল অভিনেত্রীর স্বপ্নপূরণের কথা।

প্রসঙ্গত উল্লেখ্য, পুজোর শপিং ব্যাগ নয়, বরং শ্রাবন্তীর হাতে রয়েছে তরোয়াল। এইমুহুর্তে অর্জুন চক্রবর্তীর সঙ্গে অসিচালনায় ব্যস্ত তিনি। আর এই গোটা বিষয়টাকে নজরদারিতে রেখেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। আসলে পরিচালকের পরবর্তী ছবি ‘দেবী চৌধুরানী’তে (Devi Choudhurani) মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। যে কারণে শ্রাবন্তীও নিজের সবটুকু উজাড় করে নিজেকে তৈরি করছেন। আর হবে নাই বা কেন, অভিনেত্রীর জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট বলা চলে এটিকে।

আরও পড়ুন : কেউ দুটো কেউ তিনটে, লজ্জা শরম ভুলে একাধিক বিয়ে করেছেন তলিউদের এই ৫ তারকা

শ্রাবন্তীর কথায়, “আমার জীবনের অন্যতম অধ্যায় এটি। নিজেকে তৈরি করার জন্য সবটকু দিচ্ছি। এত অভিনয় করেছি। কিন্তু কখনও ঘোড়ায় চড়িনি, তলোয়ার চালাইনি। সব কিছু শিখতে হচ্ছে ধরে-ধরে। কঠিন লাগছে ঠিকই। কিন্তু একটা স্বপ্ন দেখতে শুরু করেছি।” নায়িকার মতে, ‘দেবী চৌধুরানী’ কেবল ছবি নয়, এ তার কাছে একটা অস্ত্র। এই ছবির মাধ্যমে অনেককে জবাব দেওয়ার আছে তার। তাছাড়া ছবির বাজেটও এত বেশি যে, কোনওরকম খামতি তিনি রাখতে পারবেননা।

আরও পড়ুন : ধাক্কা খেল ‘অনুরাগের ছোয়া’, এগিয়ে গেল ফুলকি-জগদ্ধাত্রী, সেরার সেরা কে? রইল trp লিস্ট

srabanti

উল্লেখ্য, বাংলা ছাড়াও মোট ছয়টি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ-র কাছেও এটি একটি ড্রিম প্রোজেক্ট। আর তাই তো নায়ক-নায়িকার ট্রেনিং থেকে শুরু করে, গোটা বিষয়টির তদারকির দায়িত্ব নিয়েছেন নিজে থেকেই। শ্রাবন্তীও নিজেকে একটু একটু করে তৈরী করছেন। অন্যদিকে ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাতের কাজ শেষ করে তিনিও শুরু করবেন ট্রেনিং। তবে এক্ষেত্রে পরিচালকের হাতের তুরুপের তাস হচ্ছেন শ্রাবন্তী। কারণ প্যান ইন্ডিয়া ছবিতে কোনও বলিউড তারকাকে না এনে বাংলার তারকাদের দিয়েই ইতিহাস গড়তে চান তিনি। আর তাই তো শ্রাবন্তীও প্রাণপন চেষ্টা করে চলেছেন পরিচালক এবং তার স্বপ্ন পূরণ করার।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর