ভুঁড়ি কমিয়েই দম নেবেন, জিমে শরীরচর্চায় বিরতি নেই শ্রাবন্তীর, রইল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো কবেই মিটে গিয়েছে। উৎসবের মরশুম অবশ‍্য সবে শুরু। বাঙালির বারো মাসের তেরো পার্বণের অনেকগুলোই এখনো বাকি। আর সেসব উৎসবে ঝলমলিয়ে ওঠার জন‍্য তৈরি হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ও (Srabanti Chatterjee)। জিমে নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি।

ফিগার মেনটেন করতে অভিনেতা অভিনেত্রীদের জিম ছাড়া গতি নেই। কমবেশি প্রায় সবাইকেই কসরত করতেই হয়। অনেকেই সেসব ছবি, ভিডিও শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়। কিন্তু শ্রাবন্তীকে এমনটা করতে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি নিজেকে বদলানোর জন‍্য কড়া শপথ নিয়েছেন তিনি।


দূর্গাপুজোর আগে থেকে নিয়মিত জিমে ঢুঁ মারতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। পুজো মিটলেও শ্রাবন্তী শরীরচর্চা থামাননি। দিনরাত এক করে স্লিম হওয়ার চেষ্টায় টলিউড ডিভা। সম্প্রতি নিজের ট্রেনারের সঙ্গে একটি শরীরচর্চা করার ভিডিও শেয়ার করেছেন তিনি।

কাঙ্খিত শেপে ফেরার জন‍্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শ্রাবন্তী। কখনো দৌড়াচ্ছেন, কখনো স্ট্রেচ করছেন, ট্রেনারের নির্দেশ মতো কসরত করে চলেছেন অভিনেত্রী। ক্লান্তি নেই, শুধু নিজের লক্ষ‍্যের দিকে চোখ রেখে পরিশ্রম করে চলেছেন তিনি। ফল মিলতে বাধ‍্য।

https://www.instagram.com/reel/CjsFRvspaF9/?igshid=YmMyMTA2M2Y=

 

আসলে ‘অচেনা উত্তম’ ছবিতে অভিনয়ের সময়ে ওজন বাড়াতে হয়েছিল শ্রাবন্তীকে। তা নিয়ে কটুক্তিও কম শুনতে হয়নি তাঁকে। তাই এখন নিয়মিত শরীর চর্চা করে আবার আগের শেপে ফেরার চেষ্টা করছেন শ্রাবন্তী। তাতে ট্রোল হয় হোক, পাত্তা দেওয়ার পাত্রী নন শ্রাবন্তী।

https://www.instagram.com/reel/Cjxz7-VJRLP/?igshid=YmMyMTA2M2Y=

 

সম্প্রতি একটি ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন শ্রাবন্তী। বাথটবের হালকা সবুজাভ জলে ছড়ানো ফুলের পাপড়ি। তাতেই নেমে পড়েছেন শ্রাবন্তী। কালো সিক‍্যুইনের থাই হাই স্লিট ড্রেস, মানানসই গয়নায় সেজে বাথটবে শরীর ভিজিয়েছেন তিনি। নানান পোজে দুটি ছবি তুলেছেন শ্রাবন্তী। মায়াবী আলোয় আরো মোহময়ী হয়ে উঠেছেন তিনি। দেখে হতভম্ব নেটিজেনরা। হৃদয় আর আগুনের ইমোজিতে ভরা কমেন্ট বক্স। একজন আবার মজা করে লিখেছেন, ‘খেলা হবে’!

সম্পর্কিত খবর

X