আর দেরি সয় না, নাম ঘোষনা হতেই শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: গতকাল ১৮ মার্চই ৪ দফার মোট ১৪৮টি আসনে প্রার্থী ঘোষনা করেছে বিজেপি (bjp)। প্রত‍্যাশা মতোই বেশ কয়েকজন তারকা প্রার্থী দিয়ে চমক দিয়েছেন গেরুয়া শিবির। তবে সবথেকে বড় চমক সম্ভবত বেহালা পশ্চিমে শ্রাবন্তী চ‍্যাটার্জিকে (srabanti chatterjee) প্রার্থী করা। বেহালা পূর্ব থেকে আগেই প্রার্থী হিসাবে অভিনেত্রী পায়েল সরকারের নাম ঘোষিত হয়েছে।

নিজেই আগে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এবার নাম ঘোষনা হতেই আর দেরি করেননি শ্রাবন্তী। সেদিন রাতেই বেহালা পশ্চিমের ১২৯ ওয়ার্ডের গোপাল মিশ্র রোডের শীতলা মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। পাশাপাশি এদিন থেকেই দেওয়াল লিখে প্রচারে নেমে পড়লেন শ্রাবন্তী।

   

311925 984c6093 4bdf 4443 94bd 4ff3f6e38ede
বেহালা পশ্চিমে শ্রাবন্তীর ছোটোবেলা কেটেছে। এই পাড়ারই মেয়ে তিনি। তাই এখানে আবারো ফিরে এসে খুব ভাল লাগছে। প্রার্থী হয়ে এমনটাই বললেন অভিনেত্রী। তিনি আরো বলেন, “সাধারণ মানুষের সঙ্গে থাকব। তাদের জন‍্য কাজ করব। বিপক্ষে হেভিওয়েট প্রার্থী রয়েছেন জানি। তবে আমি ভগবানকে খুব বিশ্বাস করি। আমি এখানকার মেয়ে, আশা করছি এখানকার বাসিন্দারা আমার সঙ্গে থাকবে।”

311924 26ee310d 10e4 4931 8943 d8540fc942d5
বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূল তথা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে আক্রমণ করার কোনো সুযোগই ছাড়ছেন না শ্রাবন্তী। তবে এদিন তিনি বলেন, খেলা হবে কিসের ইঙ্গিত তা তিনি জানেন না। জানতে চানও না। তিনি বিনোদন জগতের মানুষ ছিলেন এতদিন। এবার মানুষের জন‍্য কাজ করতে চান।

এর আগে ময়নায় বিজেপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। অশোক দিন্দাকে একজন ‘মিষ্টি, ভাল মানুষ’ বলেও মন্তব‍্য করেন অভিনেত্রী। এতদিন ক্রিকেটে সকলের মনোরঞ্জন করেছেন, এবার রাস্তায় নেমে সকলের পাশে থাকবেন তিনি, এমনটাই বলেন শ্রাবন্তী।

এরপরেই প্রকাশ‍্য সভায় জোর গলায় শ্রাবন্তী ঘোষনা করেন, হয়তো খুব শীঘ্রই তিনি নিজেও প্রার্থী হতে চলেছেন। সকলের আশীর্বাদ চাই তাঁর। করতালিতে মুখরিত হয়ে ওঠে সভা। এরপরেই শ্রাবন্তী বলেন, অনেকেই ভাবছেন বিজেপিতে যোগ কেন দিলেন তিনি। এতদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গেই ছিলেন শ্রাবন্তী। যোগ দিয়েছেন র‍্যালিতেও। কিন্তু রাজ‍্যের শাসক দল থেকে সেই প্রাপ‍্য সম্মান তিনি পাননি বলে অভিযোগ করেন শ্রাবন্তী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর