রাবণ যেখানে বন্দি করে রেখেছিলেন দেবী সীতাকে, সেখান থেকে রাম মন্দিরের জন্য আসছে পাথর

বাংলাহান্ট ডেস্কঃ মা সীতাকে অপরহরণ করে রাখা সেই সীতা এলিয়ার (Sita Eliya) পাথর স্থাপন করা হবে অযোধ্যার রাম মন্দিরে (Ram Temple)। আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত শ্রীলঙ্কার বন্ধুত্বের দৃঢ় বন্ধন। ভারত স্থিত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মিলিন্দা মোরাগোদা এই পাথর তুলে দিলেন ময়ূরপাঠি আম্মান মন্দিরে।

বহু প্রতীক্ষার পর অযোধ্যায় রাম মন্দির নির্মানের কাজ শুরু হয়েছে। গত বছর আগস্টের ৫ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রাম মন্দিরের ভূমি পূজনে উপস্থিত থেকে এই শুভ কার্যের শুভারম্ভ করেন। তারপর থেকে ধীরে ধীরে ধাপে ধাপে গড়ে উঠছে রাম মন্দির। আবারও নতুন সাজে সেজে উঠছে অযোধ্যা নগরী।

https://platform.twitter.com/widgets.js

বর্তমানে রাম মন্দির ট্রাস্টের সংগ্রহ ভাণ্ডারে জমা পড়ছে দেশ বিদেশের ভক্তদের দান সামগ্রী। দেশ বিদেশের ভক্তরা দুহাত ভরে তাদের যথাসাধ্য অর্থ দিয়ে সাহায্য করছে রাম মন্দির নির্মান কার্যে। আগামী ৩ বছরের মধ্যেই এই মন্দির নির্মানের পর ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানা গিয়েছে।

বলা হয়, রামায়ণে দশানন রাবণ শ্রীলঙ্কার এই সীতা এলিয়া মন্দিরে মা সীতাকে বন্দী করে রেখেছিলেন। সেখানে থেকেই মা সীতা নিজের মুক্তি জন্য ভগবান রামকে স্মরণ করতেন। সেই কারণে এই মন্দিরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এবার সেই মন্দির থেকেই পবিত্র পাথর আনা হচ্ছে রাম মন্দিরে স্থাপনের জন্য। ভারত স্থিত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মিলিন্দা মোরাগোদা এই পাথর তুলে দিলেন ময়ূরপাঠি আম্মান মন্দিরে। ব্যবহৃত হবে অযোধ্যার রাম মন্দিরে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর