ক্রাশের জন্মদিনে বিশেষ ছবি শেয়ার করলেন শ্রাবন্তী, জোর জল্পনা নেটদুনিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন‍্যতম হলেন শ্রাবন্তী চ‍্যাটার্জি। এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রাবন্তী চ্যাটার্জী। এর আগে দুটো বিয়ে ভেঙে গিয়েছে নানা কারনে। প্রথমে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও শেষপর্যন্ত টেকেনি সেই বিয়ে। রাজীব তাঁর ওপর শারীরিক অত্যাচার চালাতো, এটা নিজের মুখেই স্বীকার করতে শোনা গিয়েছে শ্রাবন্তীকে। বাধ্য হয়ে ছেলেকে নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর বিয়ে মডেল তথা ব্যবসায়ী কিষান সিংকে। কিন্তু এই বিয়ের মেয়াদও ছিল মাত্র দু বছর।


তবে এখন রোশন সিংয়ের সঙ্গে বেশ সুখেই আছেন শ্রাবন্তী। শ্বশুরবাড়ির প্রশংসাও বহুবার শোনা গিয়েছে তাঁর মুখে। কিন্তু অভিনেত্রীর সাম্প্রতিক একটি পোস্ট নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ক্রাশের জন্মদিনে ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। এই মানুষটাকেই যে তিনি দীর্ঘদিন ধরে ভালবেসে এসেছেন সেকথাও জানিয়েছেন তিনি।

জানেন সেই বিশেষ মানুষটি কে? তিনি আর কেউ নন, খোদ শাহিদ কাপুর। বলিউডের এই জনপ্রিয় তারকাকেই মন দিয়ে বসেছেন শ্রাবন্তী। গত মঙ্গলবার ছিল শাহিদের জন্মদিন। সেই উপলক্ষেই অভিনেতার একটি ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান শ্রাবন্তী।


প্রসঙ্গত, আগামী বেশ কয়েকটি ছবি রয়েছে শ্রাবন্তীর ঝুলিতে। বনি সেনগুপ্ত, প্রসেনজিৎ চ‍্যাটার্জি, শাশ্বত চ‍্যাটার্জির সঙ্গে তিন তিনটি ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে।

সম্পর্কিত খবর

X