বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন নির্বাসন কাটিয়ে ফিরে এসেছেন শ্রীসন্থ। এই মুহূর্তে তিনি ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার জন্য পুরোদমে নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার আগেই তিনি টুইটারে কার্যত আগুন ঝরাচ্ছেন। এবার তিনি টুইটারে সরাসরি আক্রমণ করলেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অধিনায়ক দীনেশ কার্তিককে (Dinesh Karthik)।
শারজায় গতকাল দিল্লি ক্যাপিটালস এর কাছে 18 রানে হারে কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতার এই হারের অন্যতম প্রধান কারন দীনেশ কার্তিকের খারাপ অধিনায়কত্ব, এমনটাই মনে করেন শ্রীসন্থ। আর তাই তিনি সরাসরি দাবি তুললেন দীনেশ কার্তিক নয়, কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছেন ইয়ন মর্গ্যান।
Genuinely feel @Eoin16 should lead the side,(surly not*dk kolaimandaaaiii
)World Cup winning captain should surly lead ipl side.I hope #kkr looks at this issue.nd winthey need a leader who will lead from front like Rohit ,Dhoni or Virat..what a player #ipl #kkr #cricket
— Sreesanth (@sreesanth36) October 3, 2020
শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম কোলকাতা নাইট রাইডার্স ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লি 229 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে 210 রানে শেষ হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। আর তারপর থেকে কলকাতা নাইট রাইডার্স এর সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় কার্তিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলতে থাকেন। কারণ দীনেশ কার্তিকের খারাপ অধিনায়কত্বের জন্যই গতকাল হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। এবার কেকেআর সমর্থকদের সুরে সুর মিলিয়ে দিনেশ কার্তিককে তুলোধোনা করলেন শ্রীসন্থ। টুইট করলেন শ্রীসন্থ লিখেছেন, “একদমই ডিকে নন, আমার মত ইয়ন মর্গ্যানকে কেকেআরের অধিনায়ক করা উচিত। আশাকরি কেকেআর এই বিষয়টির ওপর নজর রাখবে। কেকেআরের এমন একজন অধিনায়ক প্রয়োজন যিনি ধোনি, বিরাট, কোহলিদের মতো সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। কি দারুন ক্রিকেটার ও।”