বাংলাহান্ট ডেস্ক: শোকের পরিবেশ অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (sreelekha mitra) পরিবারে। সদ্য পরিবারের এক সদস্যকে হারিয়েছেন তিনি। মেয়েকে হারানোর ব্যথা সহ্য করতে হয়েছে শ্রীলেখাকে। কিন্তু শোকে মূহ্যমান হয়েও বামেদের প্রচারে অংশ নিয়েছেন অভিনেত্রী।
কন্যাসম পোষ্যকে হারিয়েছেন শ্রীলেখা। তিনি যে অত্যন্ত সারমেয় ভক্ত তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। লকডাউনের সময় পথ কুকুরদের চিন্তায় রাস্তায় নামতে দেখা গিয়েছিল তাঁকে। তাদের খাবার আশ্রয়ের ব্যবস্থা নিজে করেছিলেন শ্রীলেখা। তাঁর বাড়িতেও রয়েছে একাধিক পোষ্য। তারা সকলেই যে তাঁর সন্তানসম তা বলা বাহুল্য।
পোষ্য প্রোটিনকে হারিয়ে সন্তান হারানোর ব্যথাই বুকে বেজেছে শ্রীলেখার। নিজেই এই দুঃসংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। আদরের পোষ্যর সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার মেয়েকে হারালাম। গতকালই ছবিটা তোলা হয়েছিল। কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু না।’
কিছুদিন আগেই প্রোটিনের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রীলেখা। জানিয়েছিলেন, কেউ খাবারের সঙ্গে বিষ দিয়েছে তাকে। ডগপাউন্ডে চিকিৎসা চলছিল প্রোটিনের। পরে নিজের এক বন্ধুর কাছে তাকে রাখেন অভিনেত্রী। কিন্তু সব প্রার্থনা ব্যর্থ করে চলে গিয়েছে প্রোটিন।
মনের কষ্ট মনে চেপে রেখেই বামেদের হয়ে ভোটপ্রচারে নেমে পড়েছেন শ্রীলেখা। মঙ্গলবার হলদিয়া ও কোলাঘাটে প্রচারে যান তিনি। ছবিতে তাঁর মুখের হালকা হাসির মধ্যেও ধরা পড়েছিল চাপা কষ্ট। কিন্তু কর্তব্যকে অবহেলা করেননি শ্রীলেখা।
এর আগে লাল পতাকা হাতে বাম কংগ্রেসের ব্রিগেড সভায় হাজির হন শ্রীলেখা। লাল ঝান্ডা হাতে নিয়ে ফেসবুকে ছবিও শেয়ার করেন তিনি। শ্রীলেখার পাশাপাশি ব্রিগেডে উপস্থিত হন সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র, তরুণ মজুমদাররা। এঁরা সকলেই বামমনস্ক বলে পরিচিত।
হাতে কাস্তে হাতুড়ির নেইল আর্ট করে মধ্যমা প্রদর্শন করেও একটি ছবি শেয়ার করেন শ্রীলেখা। সেই ছবি নিয়েই বিতর্ক শুরু হয় নেটদুনিয়ায়। বিরোধীদের উদ্দেশেই কি পরোক্ষে মধ্যমা প্রদর্শন করেছেন তিনি? শ্রীলেখাকে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দেন নেটজনতার একাংশ। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।