“ভালো থেকো খোকা” লিখে দেবাংশুকে খোঁচা শ্রীলেখার! পালটা ‘কাকিমনি” বলে ডাক তৃণমূল নেতার

বাংলাহান্ট ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শুধু বিরোধী রাজনৈতিক দল নয় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মিমের বন্যা বইছে। পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে ট্রোলড করতে ছাড়ছেন না নেটিজনরা। এবার সেই ঘটনায় নতুন মাত্রা যোগ হলো। মিমের দুনিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ও বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় কে নিয়ে ট্রোলড করার পর শ্রীলেখার টার্গেট দেবাংশু। তাকে “খোকা” বলেও সম্বোধন করলেন এই অভিনেত্রী।

এই ঘটনার সাথে বর্তমান ঘটনার প্রাসঙ্গিকতা না থাকলেও শ্রীলেখা মিত্র পুরনো রাগ মিটিয়ে নিলেন বলেই ধারণা নেটিজেনদের। বেশ কিছুদিন আগে দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, “মুকুল রায় যদি তৃণমূলে ফিরে আসেন তাহলে দল ছেড়ে দেব।” ঘটনা সূত্রপাত সেই থেকেই। সেখান থেকে শুরু হয় মিমের বন্যা। শ্রীলেখা মিত্র লেখেন, “এতো পুরো কার্টুন!”

তার প্রতুত্তরে দেবাংশু বলেন, “যিনি ওই মিম শেয়ার করেছিলেন তার নাম ভুলে গেছিলাম, গুগল করতে হলো!” এবার সেই মন্তব্যের বদলা নিলেন অভিনেত্রী। সম্প্রতি তার অভিনীত বাংলা ছবি “অভিযাত্রিক” দুইটি জাতীয় পুরস্কার পেয়েছে। এবার সেই প্রসঙ্গ টেনে দেবাংশুকে তিনি বললেন, “আমাদের ছবি “অভিযাত্রিক” দুটি জাতীয় পুরস্কার পেয়েছে, তুমি বলেছিলে না শ্রীলেখা মিত্র কে তা গুগল সার্চ করে জানতে হবে! ভালো থেকো খোকা!”

শ্রীলেখা মিত্রর এই খোঁচার পাল্টা জবাবও দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। শ্রীলেখার পোস্টে কমেন্ট বক্সে গিয়ে তিনি লেখেন,”এনিয়ে দুবার আমাকে ট্যাগ করলেন। যেচে পাত্তা পেতে ভালো লাগে কাকিমনি? জাতীয় পুরস্কার পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন। আমি অভিনেত্রী শ্রীলেখা মিত্র কে চিনি কিন্তু সিপিএমের পদহেলনকারি শ্রীলেখাকে চিনি না। পাত্তা দিই না। কারণ যিনি নিজের পার্টির রেড ভলেন্টিয়ার্সদের কাছে গালাগালি খান, নিজের পার্টির লোকেরাই যাকে নিয়ে ট্রোল করে, তাকে পাত্তা দেওয়ার প্রয়োজনীয়তা আমার নেই।”

ss 3

সবশেষে দেবাংশুর খোঁচা, “১০৭ কিলো ফুটেজ দিয়ে গেলাম, বাকি ১ কিলো পরে সময় মতো দিয়ে দেব। শুভেচ্ছা।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর