কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্রাত‍্য শ্রীলেখার সিনেমা, আমন্ত্রণও পেলেন না অভিনেত্রী!

বাংলাহান্ট ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) নেই শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) অভিনীত ছবি। উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত অভিনেত্রী নিজেও। ২৫ এপ্রিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নজরুল মঞ্চে চাঁদের হাট। হাজির টলিউডের একধাঁক অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা। অথচ আমন্ত্রণ পর্যন্ত পেলেন না শ্রীলেখা।

২৫ এপ্রিল নির্ধারিত সময়েই নজরুল মঞ্চে শুরু হয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee) তো উপস্থিত ছিলেনই। এছাড়াও ছিলেন বলিউড অভিনেতা তথা তৃণমূলের নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা, গৌতম ঘোষ, সন্দীপ রায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, ইন্দ্রানী হালদার, নুসরত জাহান, বাবুল সুপ্রিয়রা। কিন্তু দেখা মেলেনি শ্রীলেখার।

sreelekha 1592657232
ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ থেকে কোনো আমন্ত্রণ আসেনি। এমনকি একটা ফোন পর্যন্ত না। এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে না অন‍্য কোনো অজ্ঞাত কারণ আছে? তৃণমূল সরকার কী প্রতিহিংসাপরায়ণ মাইরি!’

IMG 20220426 154108

কমেন্ট বক্সে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এমন একটি অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির সকলেরই আমন্ত্রণ পাওয়া উচিত। সেখানে শ্রীলেখা আন্তর্জাতিক স্তরে বাংলা ছবির মুখ উজ্জ্বল করেছেন। যদিও অভিনেত্রীর কথায়, আমন্ত্রণ না পাওয়াটাই তাঁর কাছে অপ্রত‍্যাশিত। আরেকজন কটাক্ষের সুরে লিখেছেন, ‘একগাদা জঞ্জালের সঙ্গে একই মঞ্চে ভালোও লাগত না।’

আমন্ত্রণ না পাওয়ার পাশাপাশি শ্রীলেখা মিত্র অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক‍্যালকাটা’ ছবিটিও চলচ্চিত্র উৎসবে মনোনীত ছবির তালিকায় স্থান পায়নি। অথচ এই ছবিটিই ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সম্প্রতি নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ‍্যালে সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর