বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ভাল খবর আসছে শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) কাছে। মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’র মনোনয়ন পাওয়ার খবর আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। এবার এক চমকে দেওয়া খবরও ভাগ করে নিলেন তিনি। শেষমেষ নন্দনে দেখানো হবে শ্রীলেখার ছবি।
তখন শহর জুড়ে খুশির আমেজ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ শুরু হয়েছে। তখনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন শ্রীলেখা। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ থেকে কোনো আমন্ত্রণ আসেনি। এমনকি একটা ফোন পর্যন্ত না। এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে না অন্য কোনো অজ্ঞাত কারণ আছে? তৃণমূল সরকার কী প্রতিহিংসাপরায়ণ মাইরি!’
বিদেশে একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা কিন্তু সমাদর পায়নি বাংলাতে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পায়নি সে ছবি। তবে এবার এক অন্য সুখবর পেলেন শ্রীলেখা। তাঁর পরিচালিত এবং প্রযোজিত ছবি ‘এবং ছাদ’ এর প্রদর্শনী হবে নন্দনে।
সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি। ওই ফেস্টিভ্যালের মাধ্যমেই নন্দনে স্থান পেতে চলেছে শ্রীলেখার ছবি। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, এতদিন তিনি অনেক সহ্য করেছেন। এবার সময় কথা বলবে। তাঁর কাজ কথা বলবে। নিজের কাজে তিনি বরাবর যত্নশীল। বিভিন্ন ফেস্টিভ্যালে সকলেই তাঁর পরিচালিত ছবি দেখে প্রশংসা করেছে। এখন শুধু সময়টা উপভোগ করবেন তিনি। যার যার তেল দেওয়ার তারা দিক। তিনি শুধু নিজের কাজ করে যাবেন।
মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবেও মনোনয়ন পেয়েছে শ্রীলেখা অভিনীত ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা। সুখবর শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘আমাদের ছবি ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে। আর শ্রীলেখা মিত্র নামে একজন বাঙালি অভিনেত্রীও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন, কাদের সঙ্গে… দেখে নিন। দীপিকা, আলিয়া, শেফালি, শ্রীলেখা, এখন এই শ্রীলেখাটা কে?’