বাংলাহান্ট ডেস্ক : শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) মানেই প্রতিবাদী সত্ত্বা। রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে কোনও অন্যায় দেখলেই প্রতিবাদে গর্জে ওঠেন তিনি। তবে এর জন্য কম মূল্যও চোকাতে হয়নি তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং থেকে সামাজিক ভাবে বয়কটের অভিযোগও এনেছেন শ্রীলেখা (Sreelekha Mitra)। তবুও তাঁকে দমানো যায়নি। কিন্তু এবার আঘাত আসছে তাঁর শিল্পী সত্ত্বায়। তিনি যে একজন অভিনেত্রী, তা তাঁকে ভুলতে বাধ্য করা হচ্ছে, এমনই অভিযোগ আনলেন শ্রীলেখা।
প্রতিবাদের মাশুল দিতে হচ্ছে শ্রীলেখাকে (Sreelekha Mitra)?
টলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেত্রী শ্রীলেখা (Sreelekha Mitra)। অথচ এখন তাঁকে তেমন কোনও প্রোজেক্টে দেখাই যায় না। তার কারণ কি তাঁর প্রতিবাদী কণ্ঠ? এবার এমনই প্রশ্ন তুলে দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের ভাব উজাড় করে দিতে দেখা যায় তাঁকে। এবার ক্ষোভ প্রকাশের জন্যও সোশ্যাল মিডিয়াকেই বেছে নিলেন তিনি।
ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মনের যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর পোস্ট দেখেই স্পষ্ট, সহ্যের বাঁধ ভাঙছে অভিনেত্রীর (Sreelekha Mitra)। তিনি লিখেছেন, ‘সুন্দর, সুস্থ পরিবেশে বাঁচার চেষ্টা করাই আজকের দিনে আশাতীত। কেন? সৎভাবে উপার্জন করার ইচ্ছের কোন দাম নেই এই গোটা রাজ্যে, এবং এই টলিপাড়ায়। কেন?’
আরও পড়ুন : সর্বক্ষণ অনুভব করেন অভিষেকের উপস্থিতি, কালীপুজোয় ‘অলৌকিক’ অভিজ্ঞতার সম্মুখীন স্ত্রী সংযুক্তা
কী অভিযোগ অভিনেত্রীর: শ্রীলেখা (Sreelekha Mitra) লিখেছেন, ‘আমি ভুলতে বসেছি আমি একজন অভিনেতা বা আমাকে ভুলতে বাধ্য করা হচ্ছে… কেন? তবুও কাবু করা যাচ্ছে না… অতএব মহিলা হওয়ার দরুন তথাকথিত তার সবচেয়ে দুর্বল জায়গা ..তার চরিত্র, সেটা নিয়ে তাকে কুৎসা করার প্রভুত চেষ্টা চালানো হচ্ছে। কেন? নিজের চেষ্টায় বাঁচতে চাওয়ার অপরাধে?’ ক্লান্ত বোধ করছি.. আর লড়াই করতে পারছি না। ক্ষয় হচ্ছে আমার শৈল্পিক নরম মনের… প্রতিনিয়ত রক্তখক্ষরণ হচ্ছে আমার মাথায়, আমার মনের…. এর দায় কার?’
আরও পড়ুন : ‘দীপবীর’ জুটির দিওয়ালি ধামাকা! বিরাট সারপ্রাইজ দিয়ে মেয়ে দুয়ার ছবি সামনে আনলেন অভিনেত্রী
বিভিন্ন সময়ে স্রোতের বিপরীতে গিয়ে প্রতিবাদে সোচ্চার হতে দেখা গিয়েছে শ্রীলেখাকে (Sreelekha Mitra)। অভয়া মঞ্চে দেখা গিয়েছে তাঁকে, আরজিকর কাণ্ডে সরব হওয়ায় পোস্টার পড়েছিল তাঁর আবাসনের বাইরে। তাঁকে সামাজিক ভাবে বয়কটের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন শ্রীলেখা। ইন্ডাস্ট্রির কোনও অনুষ্ঠানে ডাক পান না তিনি। এবার সৎভাবে কাজ করার চেষ্টাটাকেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রীলেখা।