‘বাবু আগে বানান ঠিক কর, তারপর ট্রোল করতে এসো’, ফ্লাইং কিস ছুঁড়ে নিন্দুকদের উচিত জবাব শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় উত্তরোত্ত‍র বাড়ছে ট্রোলিং, বডি শেমিংয়ের মতো ইস‍্যু। সম্প্রতি এর বিরুদ্ধেই সরব হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তবে নিজস্ব স্টাইলে। ‘মোটা হয়ে যাচ্ছ’ বলায় সপাটে জবাব দিয়েছিলেন শ্রীলেখা। কিন্তু সেখানে থামেনি ট্রোল। থামেননি অভিনেত্রীও। সরাসরি জিম থেকে ভিডিও শেয়ার করলেন এবার তিনি।

শরীরচর্চার ফাঁকে নিন্দুকদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন শ্রীলেখা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার বডি শেমারস, ট্রোলারস আমার সঙ্গে করো… এক্সারসাইজ!’ এরপরেই মিষ্টি কথায় খোঁচা মেরেছেন শ্রীলেখা, যারা বলেন জিম করেই বা কী হবে, তাঁর ওজন তো কমেই না। তাদের উদ্দেশে অভিনেত্রীর কটাক্ষ, বাবু জিমের বানান JIM নয়, GYM। আগে বানান‌ ঠিক করুন, তারপর ট্রোল করতে আসুন।

sreelekha
কিছুদিন আগেই মেয়ে ঐশীর নৃত্যনাট্যের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন শ্রীলেখা। সেজেছিলেন কমলা গোলাপি শাড়ি আর কালো স্লিভলেস ব্লাউজে। বাড়িতে ওই পোশাকেই নিজের একটি নাচের ভিডিও শেয়ার করেন শ্রীলেখা। ‘বাবুজি ধীরে চলনা’র সুরে জমিয়ে নাচতে দেখা যায় অভিনেত্রীকে।

বরাবরই নাচতে ভালবাসেন শ্রীলেখা। নাচের ভিডিও শেয়ারও করেন নেটমাধ্যমে। কিন্তু নতুন বছরের শুরুতেই বডি শেমিংয়ের শিকার হতে হয় তাঁকে। ‘বুড়ি’ থেকে ‘কাতলা মাছ’ কুমন্তব্যের ঝড় আছড়ে পড়ে শ্রীলেখার পোস্টের কমেন্ট বক্সে। কেউ কেউ আবার শুভাকাঙ্ক্ষী হয়ে শরীরচর্চা করারও পরামর্শ দেন।

https://www.instagram.com/reel/CnEQdNTp228/?igshid=YmMyMTA2M2Y=

তাদের মধ‍্যেই একজন সরাসরি প্রশ্ন করেছিলেন শ্রীলেখাকে, ‘এত মোটা হয়ে যাচ্ছো কেন?’ সঙ্গে সঙ্গে অভিনেত্রী উত্তর দেন, ‘খেতে ভালবাসি তাই গো’। শরীরচর্চার ছবি, ভিডিও অবশ‍্য প্রায়ই শেয়ার করেন শ্রীলেখা। জিমে ঘাম ঝরিয়ে, নো মেকআপে ক‍্যামেরার সামনে আসতে কখনোই লজ্জা পাননি তিনি। এবারেও বিনা মেকআপেই দেখা গেল শ্রীলেখাকে। তবে তাঁর উচিত জবাব বেশ মনে ধরেছে অনুরাগীদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর