২০৪৭-এর মধ্যে এশিয়ার শীর্ষ ফুটবলশক্তিতে পরিণত হবে ভারত! অঙ্গীকার AIFF-এর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবলের (Indian Football) উন্নতিতে অভিনব অঙ্গীকার ভারতীয় ফুটবল ফেডারেশনের। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ২০৪৭ সালটিকে ভারতীয় ফুটবলের জন্য একটি যুগান্তকারী বছর হিসাবে উপস্থাপিত করার লক্ষ্য স্থির করেছে। তাদের লক্ষ্য এই ২৪ বছরের মধ্যে ভারতীয় ফুটবলকে এশিয়ার (Asia) শীর্ষ চার ফুটবল খেলিয়ে দেশের মধ্যে নিয়ে আসা। শনিবার দিল্লিতে (Delhi) ভারতীয় ফুটবলের রোডম্যাপ উপস্থাপন করা হয়েছে।

৭ই জানুয়ারির এই সভায় এআইএফএফ-এর সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ নিজের বক্তব্যে এই অঙ্গীকারের বিষয়ে আরও বিশদে বলেছেন। তিনি বলেছেন, “এটা আমদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। ফুটবলকে পিছিয়ে থাকতে দেওয়া যাবে না। আমরা এক অকল্পনীয় ভারত এবং অকল্পনীয় ভারতীয় ফুটবল পরিকাঠামো তৈরি করবো ২০৪৭ সালের মধ্যে।”

Vision 2047

এখানেই শেষ নয়। ভারতীয় ফুটবল লিগগুলিকেও বিভিন্নভাবে উন্নতি করার কথা চিন্তা করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। পুরুষ এবং মহিলা দুই ক্ষেত্রেই বিভিন্ন বয়স ভিত্তিক লিগগুলিকে এশিয়ার সেরা ৩ লিগের মধ্যে তুলে আনার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এই উপলক্ষে মোট পাঁচটি নীতিমালা তারা তুলে ধরেছেন যেগুলি তারা সম্পূর্ণ করার চেষ্টা করবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে। এগুলি হলো:

১. জেলা প্রতি ন্যূনতম ৫০টি ভদ্রস্থ ফুটবল মাঠ
২. ৩০ টি ফিফা নির্ধারিত যোগ্যতাসম্পন্ন আধুনিক স্টেডিয়াম এবং ১২ টি স্মার্ট স্টেডিয়াম নির্মাণ
৩. ইংল্যান্ডের সেন্ট জর্জ পার্কের আদলে ভারতীয় ফুটবলের জন্য অত্যাধুনিক ফুটবল পার্ক।
৪. ৫০ টি শীর্ষ পেশাদার ক্লাবের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র প্রস্তুত।
৫. প্রতিটি রাজ্যে সেন্টার অফ এক্সেলেন্স

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর