জ্বরে কাহিল শ্রীলেখা, শরীর খারাপের মধ‍্যে মিস করছেন বাবা মায়ের আদর

বাংলাহান্ট ডেস্ক: দুদিন আগেই ‘মানিকে মাগে হিতে’র তালে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। এরই মধ‍্যে জ্বরে পড়লেন শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। অসুস্থ শরীরেই ছবি তুলে সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে জানালেন পরিস্থিতির কথা। বাবা মাকে মিস করার কথাও জানালেন নেটমাধ‍্যমেই।

মুখ ব‍্যাজার করে একটি সেলফি শেয়ার করেছেন শ্রীলেখা। লিখেছেন, ‘জ্বর এসেছে। গলা ব‍্যথা, গা হাত পা ব‍্যথা। কেউ ফোন কোরো না, হোয়াটসঅ্যাপ ব‍্যস’। এরপরেই শ্রীলেখার পোস্ট, ‘শরীর খারাপের মধ‍্যে মা বাবার আদর আরো বেশি বেশি করে মিস করছি।’ কমেন্টে দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন অনুরাগীরা।

FB IMG 1637239829102
দিন কয়েক আগেই ভাইরাল গান ‘মানিকে মাগে হিতে’র তালে নাচতে দেখা গিয়েছিল শ্রীলেখাকে। আসলে পরপর দিনগুলো বেশ খারাপ কাটছিল অভিনেত্রীর। বাবার মৃত‍্যুশোক কাটিয়ে ওঠার আগেই অভিনেত্রীকে প্রতিবেশীদের রোষের মুখে পড়তে হয়েছিল। পথকুকুরদের নিয়ে নিজেরই আবাসনের মানুষদের আক্রমণের শিকার হয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। আবাসন ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।

মন ভাল রাখার জন‍্য রান্না, বাগান, পোষ‍্য নিয়েই মেতেছিলেন শ্রীলেখা। ট্রেন্ড মেনে নাচের ভিডিও শেয়ার করেছেন। নিজের ফ্ল‍্যাটের সাজানো ব‍্যালকনিতে লাল কুর্তি পরে নেচে উঠলেন অভিনেত্রী। ক‍্যাপশনে লিখলেন, কথা তিনি রেখেছেন। শ্রীলেখার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

IMG 20211118 183402
সম্প্রতি ধূমপান ছাড়ার প্রতিজ্ঞাও করেন তিনি। দীর্ঘদিন ধরে ধূমপানের নেশার ফলে কথা বলতে এমনকি দম নিতেও কষ্ট হচ্ছে তাঁর। বুকে একটা চাপ চাপ ভাব। চিকিৎসকের কাছে গেলে আগে ধূমপান ছাড়ার পরামর্শই দেওয়া হবে। তাই নিজে আগেই সেই কাজটা করতে চান অভিনেত্রী।

সোশ‍্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সিগারেট ছাড়তে চাই, কলেজের প্রথম দিকে শুরু হওয়া আমার একটা বাজে অভ‍্যাস (না সিনেমায় এসে সিগারেট ধরিনি)। বাবার কাছে বকুনির সাথে এক দুবার মারও খেয়েছি (মোগ‍্যাম্বো বাবা ছিল তখন)। সেই বাবা আবার আমার কাছ থেকে সিগারেট চুরি করে খেয়েছিল। এরমি সম্পর্ক ছিল আমাদের।’ হঠাৎ করেই আবার অভিনেত্রী অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় পড়েছেন অনুরাগীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর