বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) ফের গর্বিত করল ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। ভেনিস চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রদর্শনীতে গিয়েছিলেন অভিনেত্রী। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি এই ছবির জন্যই। এবার ফের মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’।
সোশ্যাল মিডিয়াতেই বিভিন্ন মতামত শেয়ার করেন শ্রীলেখা। খুশির খবর থেকে শুরু করে মন খারাপ হলেও নেটদুনিয়ার অনুরাগীদের সঙ্গেই ভাগ করে নেন তিনি। এই আনন্দের খবরটাও ফেসবুকেই জানিয়েছেন শ্রীলেখা। সঙ্গে নিজেকে নিয়েও হালকা মজা করেছেন তিনি।
শ্রীলেখা লিখেছেন, ‘আমাদের ছবি ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে। আর শ্রীলেখা মিত্র নামে একজন বাঙালি অভিনেত্রীও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন, কাদের সঙ্গে… দেখে নিন। দীপিকা, আলিয়া, শেফালি, শ্রীলেখা, এখন এই শ্রীলেখাটা কে?’
উল্লেখ্য, আলিয়া ভাট মনোনয়ন পেয়েছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ ছবির জন্য। দীপিকা পাডুকোন ‘গহরাইয়া’র জন্য, এছাড়াও ‘বধাই দো’ এর জন্য ভূমি পেডনেকর, ‘দ্য রেপিস্ট’ এর জন্য কঙ্কনা সেন শর্মা, শেফালি শাহ এবং বিদ্যা বালান ‘জলসা’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন।
শ্রীলেখা আরো লিখেছেন, তিনি সম্মানিত এবং গর্বিত। পাশাপাশি প্রয়াত বাবার কথা মনে করেও মন ভারী হয়ে এসেছে অভিনেত্রীর। ‘বাবা এসব দেখে গেলে না, তোমার হাসি হাসি গর্বিত মুখটা দেখতে পাচ্ছি।’
ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা আগেও সম্মান এনে দিয়েছে শ্রীলেখাকে। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার তাঁর হাতে। অবশ্য তিনি একা নন। ছবির পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।