ইডি-সিবিআই না ডাকলে জাতে ওঠা যায় না, আক্ষেপ শ্রীলেখার

বাংলাহান্ট ডেস্ক: রাজ্য জুড়ে ইডি (ED) সিবিআইয়ের (CBI) দাপট। নিয়োগ দুর্নীতিতে কোণঠাসা শাসক দল। শুধু রাজনৈতিক নেতামন্ত্রীরাই নন, বিনোদন জগতেও পড়েছে তদন্তকারীদের শ্যেণ দৃষ্টি। ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকা দামের গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছেন বনি সেনগুপ্ত। একদিকে যখন ইডির ভয়ে তটস্থ টলিউড, তখন কেন্দ্রীয় সংস্থার ডাক না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জীবনে একটা ইডি সিবিআই এর ডাক পেলাম না! রোজ ভ্যালি টু কুন্তল… কী করলাম ছি ছি!’ আবার পরের ছবির জন্য প্রযোজকের আশায় বসে থাকতে হবে, আক্ষেপ শ্রীলেখার। ব্যঙ্গাত্মক সুরে লিখেছেন, ‘পতিবাদ থুড়ি প্রতিবাদ করছি’।

sreelekha

বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় শ্রীলেখাকে। ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সদস্য তিনি। কিন্তু এত বছরেও কোনো কালির দাগ লাগেনি তাঁর কেরিয়ারে। কিন্তু শ্রীলেখার কপট আক্ষেপ, তিনি নাকি জাতেই উঠতে পারেনি। কারণ অভিনেতা হওয়া এখন জলভাত হয়ে গিয়েছে। ইডি সিবিআই না ডাকলে এখন অভিনেতা অভিনেত্রী হিসাবে জাতে ওঠা যায় না।

সংবাদ মাধ্যমকে শ্রীলেখা বলেন, বাংলা সিনেমায় অভিনয় করে কত টাকা পাওয়া যায় সেই ধারণা এখন সবারই আছে। এদিকে দামী দামী গাড়ি চড়ছেন অভিনেতা অভিনেত্রীরা। ইডি সিবিআই ডাকলে দাদা দিদিদের ধরে ধামাচাপা দেওয়া হচ্ছে। এটাই এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অথচ চোখের সামনে সবকিছু দেখেও অনেকে মুখে কুলুপ এঁটে রাখে। কিন্তু শ্রীলেখা সেই দলে পড়েন না।

যদিও অভিনেত্রী বলেন, কোনো ব্যক্তিবিশেষকে আক্রমণ করছেন না তিনি। সমাজব্যবস্থাটার বিরুদ্ধেই তাঁর প্রতিবাদ। সেই সঙ্গে প্রতিবাদীদের একাংশের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন শ্রীলেখা। তাঁর কথায়, সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করেন তারা কিছু কিছু বিশেষ বিষয় নিয়েই মুখ খোলেন। কিন্তু এসব ব্যাপারে তাদের মুখে তালা। মানবিক বোধ থাকলেই মুখ খোলা উচিত, বক্তব্য শ্রীলেখার।


Niranjana Nag

সম্পর্কিত খবর