‘বুদ্ধবাবুকে ভাল না লাগলেই হল’, নাম না করে শ্রাবন্তীকে খোঁচা শ্রীলেখার!

বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনে হারার পর থেকেই রাজনীতি নিয়ে আর টুঁ শব্দটি করতে দেখা যায়নি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়কে (srabanti chatterjee)। বিজেপির টিকিটে বেহালা পশ্চিম থেকে ভোটে দাঁড়িয়েও হেরেছিলেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ‍্যমের কাছে বলেই ফেলেছেন, রাজনীতি নিয়ে আর ভাবছেন না তিনি। বাংলার মানুষ তাঁকে অভিনেত্রী হিসেবেই দেখতে চান।

এর পরপরই জন্মদিনে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাঠানো শুভেচ্ছা চিঠির ছবি পোস্ট শ্রাবন্তীর, আর সেই সঙ্গে নেটপাড়ায় গুঞ্জন বিজেপি ছেড়ে এবার তৃণমূলের দিকে ঝুঁকছেন অভিনেত্রী। জল্পনা আরো বাড়িয়ে তিনি জানিয়েছেন, তৃণমূল সুপ্রিমো তাঁর প্রতি জন্মদিনেই শুভেচ্ছা জানান। মুখ‍্যমন্ত্রীর আশীর্বাদ নিয়েই নাকি এতদিন সব কাজে এগিয়েছেন তিনি।

srabanti chatterjee
এই গুঞ্জনের মাঝে শ্রাবন্তীকে একটু কটাক্ষ করার লোভ সামলাতে পারেননি শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। এক নেটনাগরিকের পোস্টে নাম না করে অভিনেত্রীর খোঁচা, ‘এখন মোদী নয় দিদিকে ভাল লাগছে তাহলে। যাক বুদ্ধবাবুকে না লাগলেই ভাল।’ উল্লেখ‍্য, অতি সম্প্রতি বামের শ্রমজীবী ক‍্যান্টিনের ৫০০ দিন পূর্তিতে শতরূপ ঘোষের সঙ্গে দেখা গিয়েছে বিজেপির অনিন্দ‍্যপুলক বন্দ‍্যোপাধ‍্যায় ও রূপা ভট্টাচার্যকে। এই যোগদান নিয়ে ইতিমধ‍্যেই ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা ও রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়।

sreelekha 1592657232 1
সেই জায়গা থেকেই কি শ্রাবন্তীকে বামে না আসার জন‍্য কটাক্ষ শানালেন অভিনেত্রী? তার উত্তর অবশ‍্য মেলেনি। কারণ শ্রীলেখা ইতিমধ‍্যেই পাড়ি দিয়েছেন ইউরোপে। দীর্ঘ ২১ বছর পর আদিত্যবিক্রম সেনগুপ্তের ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ মনোনীত হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই ছবিতেই অভিনয় করেছেন শ্রীলেখা।

IMG 20210818 164407

প্রসঙ্গত, রাহুলের পাশাপাশি অনিন্দ‍্য রূপার ভোলবদলে ক্ষুব্ধ শ্রীলেখাও। নিজেকে বামপন্থী বলে পরিচয় দিয়ে তিনি বলেছেন, ইন্ডাস্ট্রির অনেকেই এক সময় মানুষের জন‍্য কাজ করবেন বলে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু তাদের মধ‍্যেই কয়েকজন টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। আর আজ এদের মধ‍্যেই কয়েকজনকে সিপিএমে দেখে তিনি হতবাক। এরাই একসময় তাঁকে গালমন্দ করেছিলেন। তাই এদের যদি পার্টি স্থান দেয় তবে সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রীলেখা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর