বাংলাহান্ট ডেস্ক: ভোটের আগে হঠাৎ করেই টলি (tollywood) তারকাদের রাজনীতিতে যোগদান ও দলবদলের হিড়িক নিয়ে একাধিক বার সরব হতে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্রকে (sreelekha mitra)। গতকালই সায়নী ঘোষের তৃণমূলে যোগদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শ্রীলেখা। এবার ফের নির্বাচনের আগে রাজনৈতিক দলবদল নিয়ে তারকাদের একহাত নিলেন তিনি।
সম্প্রতি ফের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন শ্রীলেখা। নিজের নতুন লুকের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, লুক বদলে ফেললেও তাঁর মতাদর্শটা একই আছে। নাম না করেই যে সম্প্রতি দল বদল করা তারকাদের কটাক্ষ করেছেন তিনি তা স্পষ্টই বোঝা যাচ্ছে।
গতকাল সায়নীর তৃণমূলে যোগদান নিয়ে শ্রীলেখা লেখেন, ‘সায়নী তুইও বিক্রি হয়ে গেলি? খেলতে নামলি?’ ঘনিষ্ঠ মহলে সায়নী কঠোর বামপন্থী হিসাবেই পরিচিত ছিলেন এতদিন। শ্রীলেখার আক্ষেপ, বামপন্থীরা কোনো কিছুতেই বিক্রি হয় না জানতেন তিনি। ছাত্রছাত্রীদের কাছে সায়নী আদর্শ স্বরূপ ছিলেন। এখন তাঁর ভাবমূর্তিটা কেমন হল? যে রুদ্রনীল ঘোষকে ‘পালটিবাজ’ বলেছিলেন তাঁর মতোই তো হয়ে গেলেন সায়নী।
শ্রীলেখার বক্তব্য, যখন পরিচালক অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’এর মুক্তি আটকে দেওয়া হয়েছিল তখন প্রতিবাদী স্বরদের মধ্যে একটা ছিল সায়নীর। তৃণমূল সরকারকে সেই সময় ‘ফ্যাসিস্ট’ বলেও আক্রমণ শানিয়েছিলেন তিনি। তাহলে এখন হঠাৎ কি হল?
শ্রীলেখার কথায়, বড় কোনো টোপ পেয়েছেন সায়নী যার জন্য হঠাৎ নির্বাচনের আগেভাগে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। সায়নীকে সম্ভবত ভোটে প্রার্থী করা হতে পারে তৃণমূলের তরফে। এমনটাই মনে করছেন শ্রীলেখা। তবে সেই সঙ্গে তাঁর বক্তব্য, টোপ পেলেই যে সেটা গিলতে হবে তেমন তো কোনো কথা নেই।
উপরন্তু সায়নী যে টোপ গিলবে তা শ্রীলেখা ভাবতে পারেননি। তাঁকে টোপ দেওয়া হয়েছিল বলে জানান শ্রীলেখা। কিন্তু তিনি তা শোনার প্রয়োজনও বোধ করেননি বলে জানান অভিনেত্রী। সায়নীর এমন ‘রূপ বদলানোয়’ কার্যতই হতাশ শ্রীলেখা মিত্র।