সরকারের বিরুদ্ধে মুখ খুলতেই ‘একঘরে’? নিরাপত্তার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শ্রীলেখা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ফের আলোচনার কেন্দ্রে অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তাঁকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর বাড়ির সামনে ছেয়ে গিয়েছে পোস্টার-ব্যানারে। হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলেখা (Sreelekha Mitra)। তাঁকে মামলা দায়েরের অনুমোদনও দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সামাজিক বয়কটের মুখে পড়েছেন শ্রীলেখা (Sreelekha Mitra)?

বরাবরই রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে নিজের মতামত স্পষ্ট করে বলতে দেখা গিয়েছে শ্রীলেখাকে (Sreelekha Mitra)। কিন্তু সম্প্রতি কিছু সরকার বিরোধী মন্তব্য এবং কর্মকাণ্ডের জন্য তাঁকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তারপরেই নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী।

Sreelekha Mitra us going to high court for security issues

শাসক বিরোধী মন্তব্যের জের: সম্প্রতি আরজিকর কাণ্ডের পর এক বছর পূর্তিতে বিচারের দাবিতে পথে নেমেছিলেন শ্রীলেখা (Sreelekha Mitra)। সেবার একসঙ্গে রাজ্যের শাসক এবং বিরোধী দল তথা কেন্দ্রকে বিঁধেছিলেন তিনি। এক বছর পরেও কেন তিলোত্তমার বাবা মা মেয়ের জন্য বিচার পেলেন না? প্রশ্ন তুলে সিবিআই এর ভূমিকা নিয়েও কটাক্ষ করেছিলেন শ্রীলেখা (Sreelekha Mitra)।

আরও পড়ুন: দিঘা জগন্নাথ মন্দিরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাশ করলেই চাকরি, হাতছাড়া করবেন না সুবর্ণ সুযোগ

কী বলেছিলেন শ্রীলেখা: রাজ্যের বিরোধী দলনেতাকে টেনে এনে অভিনেত্রী বলেছিলেন, ‘বিজেপিকে জিজ্ঞাসা করুন যে সিবিআই কী করছে। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন, সিবিআই কী করছে? তাঁর তো জানার কথা’। এরপরেই নাকি তিনি কোণঠাসা হয়ে পড়েছেন বলে অভিযোগ। নানান ভাবে তাঁকে হেনস্থার চেষ্টা করা হচ্ছে, বয়কটের ডাক দিয়ে ব্যানার পড়ছে বলে অভিযোগ করেছেন শ্রীলেখা (Sreelekha Mitra)।

আরও পড়ুন : ৬ বছর ধরে ৫০ লক্ষ টাকা নয়ছয়! কাটোয়ায় ভয়ঙ্কর মিড ডে মিল দুর্নীতির অভিযোগ খাস প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জানা গিয়েছে, হরিদেবপুর থানায় আগেই ইমেল মারফত অভিযোগ করেছিলেন শ্রীলেখা। কিন্তু কোনও লাভ হয়নি। তাঁর বেহালার সোদপুরের বাড়ির সামনেও ব্যানার পড়েছে বলে অভিযোগ। নিরাপত্তাহীনতায় ভুগে তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শ্রীলেখা। জানা গিয়েছে, মামলা দায়ের হলে আগামী সপ্তাহে হবে শুনানি।