মীরাক্কেলের বিচারকের আসন থেকে বাদ শ্রীলেখা, টলিউডের স্বজনপোষন নিয়ে মুখ খোলাতেই কোপ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় বাংলা কমেডি শো মীরাক্কেল (mirakkel) এর বিচারকের আসনে আর দেখা যাবে না শ্রীলেখা মিত্রকে (sreelekha mitra)। সম্প্রতি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন তিনি। সম্ভবত টলিউডের (tollywood) স্বজনপোষন (nepotism) নিয়ে মুখ খোলাতেই ‘মূল‍্য’ চোকাতে হল, এমনটাই বক্তব‍্য অভিনেত্রীর।

নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি পোস্টে নাম না করে শ্রীলেখা লেখেন, ‘সবথেকে জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে অবশ‍্যই আমাকে ছাড়া। সত‍্যি কথা বলার জন‍্য, ব্র‍্যান্ডের প্রতি আনুগত‍্য বজায় রাখা ও সিস্টেমকে তেল না দেওয়ার জন‍্য এই মূল‍্য চোকাতে হল আমাকে। ধন‍্যবাদ সংশ্লিষ্ট চ‍্যানেলকে। ঠিকই আমি নিজের ‘খামতি’ গুলোকে স্বীকার করি। যারা আমাকে ঘৃনা করে তারা এবার পার্টি করুক।’

তিনি আরও লেখেন, ‘এর থেকেই বোঝা যায় কিভাবে রন্ধ্রে রন্ধ্রে নেপোটিজম রয়েছে। আমার চ‍্যানেলে ওই বিষ্ফোরক লাইভটা করে ঠিকই করেছি। আবশ‍্য এই ঘটনা আমার সঙ্গে নতুন নয়। বরং উলটোটা হলেই আমি বেশি আশ্চর্য হতাম। আর ওই ‘ছোট্ট প্রশ্ন’টা যেটা আমি তখন এড়িয়ে গিয়েছিলাম, হ‍্যাঁ ঠিক আমার ‘খামতি’ রয়েছে যেগুলো এখন আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি স্বীকার করি। এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমার নেই কিন্তু আমি হার মানব না।’

প্রসঙ্গত, শোনা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হতে চলেছে মীরাক্কেলের আগামী সিজন। দীর্ঘদিন ধরে মীরাক্কেলের অবিচ্ছেদ‍্য অংশ হিসাবে ছিলেন শ্রীলেখা। বিচারকের আসনে তাঁকে দেখতে দেখতে একরকম অভ‍্যস্ত হয়ে গিয়েছিলেন দর্শক তথা অনুরাগীরা। এবার শ্রীলেখাকে ছাড়া মীরাক্কেল ভাবতেই পারছেন না তারা।


তবে শ্রীলেখার এই পোস্ট নিয়ে কোনও মন্তব‍্য করেনি মীরাক্কেলের টিম বা জি বাংলা চ‍্যানেল কর্তৃপক্ষ। শ্রীলেখার পরিবর্তে বিচারকের আসনে কাকে দেখা যাবে তাও জানা যায়নি। গুঞ্জন শোনা যাচ্ছে সম্ভবত স্বস্তিকা মুখার্জি, পাওলি দাম বা নুসরত জাহানকে দেখা যেতে পারে বিচারকের আসনে।

X