পানশালায় পার্টি তৃণমূল বিধায়কদের, রাজ-শুভশ্রীর সঙ্গে জুটিতে হুল্লোড় করলেন কাঞ্চন-শ্রীময়ীও

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবারের রাত একটু গভীর হতেই শহরের এক অভিজাত পানশালায় ভিড় জমালেন তৃণমূলের তারকা বিধায়করা। রাজ চক্রবর্তী (Raj Chakraborty), জুন মালিয়া (Jun Maliya), অদিতি মুন্সির (Aditi Munshi) পাশাপাশি দেখা মিলল কাঞ্চন মল্লিকেরও (Kanchan Mullick)। সঙ্গে ছিলেন তাঁদের সঙ্গী এবং সঙ্গিনীরাও। বিশেষ করে নজর কাড়লেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (Subhashree Ganguly) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)।

সল্টলেক সেক্টর ফাইভের এক রেস্তোরাঁ তথা পানশালায় পার্টিতে মজেছিলেন রাজ‍্য সরকারের তারকা বিধায়করা। ব‍্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে এসেছিলেন স্ত্রী অভিনেত্রী শুভশ্রী। ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক তথা বিশিষ্ট কীর্তনশিল্পী অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী।

IMG 20220624 195016
গ্ল‍্যাম লুকে দেখা মিলল অভিনেত্রী বিধায়ক জুন মালিয়ারও। পার্টি নাইটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। কাঞ্চনের সঙ্গে রঙমিলান্তি সাজে গাঢ় নীল আর ক্রিম রঙা পোশাক পরে এসেছিলেন অভিনেত্রী। ছবিগুলি শেয়ার করা মাত্রই ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

IMG 20220624 195106

গত বছরের কেচ্ছার পর সম্প্রতি আবারো ঘন ঘন একসঙ্গে দেখা যাচ্ছে কাঞ্চন শ্রীময়ীকে। মাস খানেক আগেই কাঞ্চনের বাড়িতে বার্থডে পার্টিতে দেখা মিলেছিল শ্রীময়ীর। দুজনেই পরেছিলেন আদ‍্যোপান্ত কালো পোশাক। বিধায়কের কোমর জড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন শ্রীময়ী। সঙ্গে ধন‍্যবাদ জানিয়েছেন কাঞ্চনের পরিবার পরিজনকে, তাঁকে আমন্ত্রণ জানানোর জন‍্য।

https://www.instagram.com/p/CfJs8T9PFnE/?igshid=YmMyMTA2M2Y=

এদিন সবাই থাকলেও দেখা মেলেনি অভিনেতার স্ত্রী পিঙ্কির। কাঞ্চন শ্রীময়ী মাঝে বেশ কিছুদিন ক‍্যামেরা এড়িয়ে গেলেও এখন আবার তাঁরা যুগলে লেন্সের সামনে, হাসিমুখে। কিন্তু দেখা নেই পিঙ্কির। কারণটা কী? সংবাদ মাধ‍্যমের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। কোনো মন্তব‍্য করতে চাননি এ ব‍্যাপারে।

অন‍্যদিকে পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে কাঞ্চনের। সে মামলার ফল বেরোয়নি এখনো। একমাত্র ছেলের সঙ্গে বাবাকে দেখা করতে দেন না পিঙ্কি, এমন অভিযোগ তুলে স্ত্রীর বিরুদ্ধে নতুন মামলাও ঠুকেছেন বিধায়ক।

Niranjana Nag

সম্পর্কিত খবর