শ্রীময়ীই শুরু করেন পুজো, কৃষভিকে গর্ভে নিয়েও করেছিলেন আয়োজন, এবার কাঞ্চনের বাড়ির কালীপুজোয় কী প্ল্যান?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চার বছর আগে কাঞ্চন মল্লিকের বাড়িতে কালীপুজো প্রথম শুরু করেছিলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। তখনও অবশ্য তিনি কাঞ্চন জায়া হয়ে ওঠেননি। তখন থেকেই প্রতি বছর দায়িত্ব সহকারে কাঞ্চনের বাড়ির কালীপুজোর আয়োজন করেন তিনি। এবছরও তার ব্যতিক্রম হবে না। উপরন্তু এবছর মেয়ে কৃষভির প্রথম দীপাবলি, তাই তোড়জোড়ও তুঙ্গে কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)।

কাঞ্চনের বাড়ির পুজোর তোড়জোড় শুরু শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)

শ্রীময়ী বলেন, দুর্গাপুজোর প্রচুর নিয়ম আর লোকবল প্রয়োজন হওয়ায় ইচ্ছা থাকলেও তা করতে পারেন না। তবে কালীপুজোরও কিন্তু নিয়ম আচার কম নেই। রবিবার রাত থেকেই প্রস্তুতি শুরু করে দেন অভিনেত্রী। পুজোর দিন ভোরবেলা হাওড়ার হাট থেকে ফুল কিনে আনেন তাঁরা। দশকর্মার জিনিসপত্র আগে থেকেই কিনে রেখেছেন। শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানান, গত চার বছর ধরে কালীঘাটের একটি দোকান থেকেই মা কালীর জন্য বেনারসী শাড়ি আসে তাঁদের। এক বছর আগে থেকে অর্ডার দিয়ে গয়না বানানো হয়।

Sreemoyee Chattoraj opened up about kanchan mallick home kalipujo

সোনার গয়নায় সাজেন মা কালী: শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জানান, এবছর মিনে করা সোনার হার কেনা হয়েছে মা কালীর জন্য। সঙ্গে আরেকটি বড় হার, মুকুট হাতবালা, চূড়, নুপূরে সেজে উঠবেন মা। পুজোর ভোগেও থাকে এলাহি আয়োজন। খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজা, ফুলকপির রসা, পনির বা বাঁধাকপি, চাটনি, মিষ্টি আর পায়েস হয় ভোগে।

আরও পড়ুন : জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতাই! তাঁর উত্তরসূরী কে? কালীপুজোয় ভবিষ্যদ্বাণী কুণালের

উপোস থেকে ভোগ রাঁধেন শ্রীময়ী: প্রতি বছর নিজে ভোগ রাঁধেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। শুধু গত বছর অন্তঃসত্ত্বা থাকায় তিনি নিজে হাতে রাঁধতে পারেননি। তাঁর নির্দেশ মতো কাঞ্চন রেঁধেছিলেন ভোগ। তবে এবার দুজনে মিলে ভোগ রাঁধবেন বলে জানান শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। গত বছর কৃষভি গর্ভে থাকায় নির্জলা উপোসও করতে পারেননি তিনি। অবশ্য বড়দের নিষেধ সত্ত্বেও শুধুমাত্র ডাবের জল খেয়ে ছিলেন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন : সারা শরীরে ক্ষত, ধারালো অস্ত্র দিয়ে নিজের নাতনিকে খুন দাদুর! সোনারপুর কাণ্ডে বিষ্ফোরক মোড়

কাঞ্চনের পৈতৃক বাড়িতে কালীপুজো শুরুও করেছিলেন শ্রীময়ীই (Sreemoyee Chattoraj)। পুজোর দিনে পরপর দুবার তাঁর মায়ের সঙ্গে দুর্ঘটনা ঘটায় অভিমান করে এদিন নিজের বাড়ি অন্ধকার করে রেখে দিতেন কাঞ্চন। ২০২১ সালে শ্রীময়ী (Sreemoyee Chattoraj) প্রথমবার কাঞ্চনের বাড়িতে গিয়ে বলেছিলেন, মা কালী পুজো চাইছেন। সেই থেকেই ওই বাড়ির পুজোর সঙ্গে যুক্ত তিনি। শ্রীময়ী আরও জানান, কাঞ্চনের মা নাকি সাধক রামপ্রসাদের বংশধর। কাঞ্চন শ্রীময়ী দুজনেই পরবেন নতুন পোশাক। মেয়ে কৃষভির জন্য শারারা স্টাইলে জামা কেনা হয়েছে বলে জানান শ্রীময়ী।