আমি থেকে ‘আমরা’! প্রেমের জল্পনা বাড়িয়ে ম্যাচিং পোশাকে বিশেষ বার্তা দিলেন শ্রীময়ী-কাঞ্চন

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চমী পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং-র রমরমা। মণ্ডপে মণ্ডপে লম্বা লাইনের ভিড়। দুপুর গড়াতেই শুরু হয়ে যাচ্ছে ঠাকুর দেখার ধুম। তারকারাও ব্যস্ত রয়েছেন পুজোর (Durgapuja) উদ্বোধন আর পুজো পরিক্রমায়। এই যেমন গতকাল মহা চতুর্থীর দিন একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। সাথে উপস্থিত ছিলেন ‘চর্চিত প্রেমিক’ কাঞ্চন মল্লিকও (Kanchan Mullick)।

তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন। যেখানে শ্রীময়ী কাঞ্চন মল্লিককে ট্যাগ করে লিখেছেন, ‘গতকাল সেচমন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়ের আমন্ত্রণে ওনার পূজায় উপস্থিত ছিলাম আমরা। শুভ চতুর্থী।’ দুজনের পরনেই রয়েছে লাল রঙের পোশাক। বোঝাই যাচ্ছে যে, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং ইচ্ছে করেই টুইনিং করেছেন তারা।

একদিকে শ্রীময়ীর গায়ে ছিল লাল সালোয়ার অন্যদিকে কাঞ্চন পরেছেন লাল রঙের পাঞ্জাবি। সবে মিলিয়ে তাদের সম্পর্কের গুঞ্জনটা ফিকে তো হচ্ছেইনা বরং দিনের দিনের পর দিন জোরালোই হয়ে চলেছে। একই রকমের পোশাকের পাশাপাশি নজর কেড়েছে শ্রীময়ীর লেখা ক্যাপশনের ‘আমরা’ শব্দটা। এই একটা শব্দ প্রশ্ন তুলছে অনেকেরই মনে!

আরও পড়ুন : কাজ করলনা ‘কৃষ্ণকলি’ ম্যাজিক! ‘বাংলা মিডিয়াম’ বন্ধের খবরে মুখ খুললেন অভিনেতা নীল

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে অর্থাৎ সাল ২০২১ এর দিকে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী পিঙ্কির দাম্পত্য কলহের কথা প্রকাশ্যে আসে। ঝামেলা এমন জায়গায় পৌঁছে যায় যে, থানা অবধি পৌঁছে গেছিল দুজন। সেইসময়ই প্রথমবার পিঙ্কির মুখ থেকে শোনা যায় শ্রীময়ীর নাম। ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে তাকেই দায়ি করেছিলেন কাঞ্চন পত্নী পিঙ্কি।

 

তিনি বলেন শ্রীময়ীই নাকি তার আর কাঞ্চনের সংসার ভাঙার জন্য দায়ী। যদিও তাদের ডিভোর্স এখনও সম্পূর্ণ হয়নি। আদালতে চলছে তাদের ডিভোর্সের মামলা। দিনকয়েক আগেই কাঞ্চন মল্লিক অভিযোগ করেন, পিঙ্কি নাকি তার সন্তানের সাথেও দেখা করতে দেননা। তবে এই গোটা সময়টাতে কাঞ্চন মল্লিকের পাশে থেকেছেন ছোটপর্দার সুধা। কাঞ্চনের প্রতিটি শুভ কাজেই দেখা যায় তার উজ্জ্বল উপস্থিতি।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর